দুই প্রজন্মকে সাথে নিয়ে নাচলেন অভিনেতা দেব! শেয়ার করলেন সেই মিষ্টি ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বাগান বাড়িতে এবার দেখা গেলো দেবকে! ভাবছেন , প্রসেনজিৎ এর বাগান বাড়িতে হঠাৎ দেব কি করছে? এবার আসি আসল প্রসঙ্গে। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব – রুক্মিণী অভিনীত ছবি ‘ কিশমিশ।’ ইতিমধ্যেই ছবি সংক্রান্ত বহু তথ্য সামনে এসেছে। ছবির প্রেক্ষাপটে একত্রে তিনটি প্রজন্মকে দেখানোর চেষ্টা করা হয়েছে। মিষ্টি প্রেমের ছোঁয়াতে এক অন্যরকম প্রেমের গল্প থাকবে। ইতিমধ্যেই ছবির দুটি গান ‘ অবশেষে ‘ এবং ‘তুই বলব না তুমি ‘ প্রকাশিত হয়েছে। দুটি গানই অত্যন্ত মন কেড়েছে দর্শকদের।
দুটি গানের সাথে রিল করতে দেখা গেলো বাংলা ছবির অভিভাবক যাঁকে বলা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। এবার দেবের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে একসাথে দুই প্রজন্ম অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্যায় কে নিয়ে একসাথে নাচতে দেখা গিয়েছে দেবকে। চারিদিকে পরিবেশ দেখে মনে হচ্ছে স্থানটি প্রসেনজিৎ এর বাগান বাড়িতে। একসাথে বাবা ছেলের সাথে পা মেলালেন দেব।
আগত ছবি ‘কিশমিশ ‘ এর গান ‘তুই বলবো না তুমি,’ এই গানের সাথে একসাথে তিন জনকে বেশ খোশ মেজাজে পা মেলাতে দেখা গিয়েছে। ক্যাপসনে আবার দেব লিখেছেন, একসাথে দুই প্রজন্মকে সাথে পাওয়ার অর্থই গান সুপারহিট চলছে। কিছুদিন আগে এই ছবির অন্য আর একটি গান, অবশেষে গানের সাথে বুম্বাদা কে অভিনেত্রী রুক্মিণীর সাথে রোম্যান্স মজতে দেখা গিয়েছিল। দুজনকে দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। দুজনের রোম্যান্স গানের সাথে বেশ ভাইরাল হয়েছিল।
এবার অন্য আরেকটি গানের সাথেও একেবারে দুই প্রজন্ম একসাথে ধরা পড়লো ক্যামেরার সামনে। আগের বছরই জুটি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ঘুরে এসেই ব্যস্ত হয়ে পড়েছিলেন এই ছবির শুটিং এর কাজে। ছবিতে দুজনেই একেবারে নতুন লুকে আসতে চলেছেন দর্শকদের সামনে। কিছুদিন আগে যুগল আবার নিজেদের ছবির প্রচার করতে এক ছুটির দিনে কলকাতা শহরে মেট্রোতে চেপে বসেছিলেন। মেট্রোতে সফর করে আড্ডা , নাচ গানের মাধ্যমে এক অভিনব প্রচার দেখা গিয়েছিল। প্রসঙ্গত বলা যায়, আগামী ২৯ এপ্রিল দেবের ‘কিশমিশ ‘মুক্তি পেলেও প্রতিযোগিতা কিন্তু রয়েছে কারণ একই সময় মুক্তি পেতে চলেছে সুপারস্টার জিৎ এর ছবি ‘রাবণ।’ ফলে বক্স অফিসে কে কতোটা হিট হতে পারবে তা সময় বলতে পারবে।
View this post on Instagram