গোপনেই বিয়ে সেরেছেন দেব রুক্মিণী! অবশেষে রুক্মিণীর দ্বারাই প্রকাশ পেল বিয়ের সেই ছবি, বিয়ে নিয়ে কী বলেন অভিনেতা দেব?

বাংলা চলচ্চিত্রের যখন রীতিমত বেহাল দশা শুরু হয়েছে, তখনই দেবের অভিনীত একটির পর একটি ছবি বাংলা চলচ্চিত্রের হাল ফিরিয়েছে। দেব অভিনীত ছবিগুলো পরপর বক্স-অফিসে সাফল্য লাভ করেছে। গোলন্দাজ, টনিক ভিন্নধারার এই দুই ছবি দর্শকদের হলমুখী করেছে। সবথেকে জনপ্রিয়তা লাভ করেছিল ‘টনিক’ ছবিটি। তবে ‘কিশমিশ’ ছবিটিও কোনো অংশে কম যাচ্ছে না। গোলন্দাজ ছবির পরেই কিশমিশ ছবির শুটিং শুরু করেছিলেন দেব। ছবির জন্য নিজের ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি, এছাড়াও এই ছবিতে ব্যবহার করা হয় উন্নত মানের সব গ্রাফিক্স। সব মিলিয়ে রীতিমতো জমে ওঠে এই ছবি। দেব অভিনীত এই ছবিটি ও পূর্ববর্তী ছবির মত সমান জনপ্রিয় হয়। গত এক মাস ধরে এই ছবি বিভিন্ন হলে দেখানো হচ্ছে।
আরও পড়ুন: দিনদিন গ্ল্যামারাস হয়ে উঠছেন শ্রাবন্তী, ফটোশুটে হুবহু বার্বি ডলের মত দেখাচ্ছে তাকে!
সম্প্রতি এই ছবির একমাসের প্রদর্শন উপলক্ষে রুক্মিণী একটি পোস্ট শেয়ার করেন। এই পোস্টে দেখা যায় কিশমিশ ছবির কিছু দৃশ্য তিনি তুলে ধরেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে, টিনটিন ও ও রোহিনীর বিয়ে হচ্ছে । আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে সিঁদুর দান হওয়ার পর লজ্জাবস্ত্র দিয়ে ঢাকা হচ্ছে রোহিনীর মুখ। কিশমিশ ছবির এই দুটি দৃশ্য শেয়ার করে দর্শকদের ধন্যবাদ দিয়েছেন রুক্মিণী এই ছবির পাশে থাকার জন্য। ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, দর্শকরাই পূরণ করেছে টিনটিন ও রোহিনীর স্বপ্ন। এর পাশাপাশি এই ছবিটি যে একমাস ধরে হলে প্রদর্শিত হচ্ছে তাও বলেছেন তিনি।
View this post on Instagram
ছবি দুটিতে দেখা যাচ্ছে বাঙালি বিয়ের সাজে সেজেছেন দেব ও রুক্মিণী। বরের মতোই দেব ধুতি-পাঞ্জাবি পরেছেন আর রুক্মিণী পরেছেন লাল রঙের বেনারসি, মাথায় লাল ওড়না ও টোপর। কপালে দিয়েছেন চন্দন আর গলায় পড়েছেন লম্বা হার ও চিক, কানে বড় কানবালা, মাথায় টিকলি। পছন্দের নায়ক নায়িকা কে ও রিয়েল লাইফের জুটিকে এই বেশে দেখে ভক্তদের মনে কৌতুহল জেগেছে। তারা প্রশ্ন করতে শুরু করেছেন সত্যিকারের বিয়ে কবে করবেন দেব রুক্মিণী?
একটি সাক্ষাৎকারে দেব বিয়ের বিষয় নিয়ে জানান যে, চারদিকে এত ব্রেকআপ ও বিবাহ বিচ্ছেদের ঘটনা দেখে তিনি ও রুক্মিণী সিদ্ধান্ত নিয়েছেন যে, আপাতত তারা বিয়ে করবেন না। তারা এই ভাবেই একসাথে সম্পর্কে থাকতে চান অভিনেতা মনে করেন যে এর ফলে তাদের সম্পর্ক ভালো থাকবে এবং তাতে কোনো ভাঙ্গন ধরবে না।