“টনিক-এর বাণিজ্য নিয়ে সবাই মাতামাতি করেছেন, কেউ জানেনই না, ‘কিশমিশ’ এক দিনে ‘টনিক’-এর চার দিনের ব্যবসা করে নিয়েছে”- দেব, কিশমিশ এই কদিনেই টেক্কা দিয়ে দিয়েছে টনিককে।

একের পর এক হিট ছবির সুপারস্টার দেব। তাঁর অনুরাগীরা তাঁকে যে কখনোই হতাশ করেননি ছবির ক্ষেত্রে তার প্রমাণ অবশ্য আগেও রয়েছে।পরপর কয়েকটি ছবি গত বছর থেকে চলতি বছর পর্যন্ত রমরমা বাজার করছে। গোলন্দাজ থেকে শুরু করে টনিক এবার এখন বাজার কাঁপাচ্ছে নতুন ছবি মিষ্টি প্রেমের গল্প অবলম্বনে কিশমিশ। টনিকের ক্ষেত্রে দেব ও পরান বন্দোপাধ্যায় এর অভিনয় যেনো একেবারে বলিউডকে টেক্কা দেওয়ার মত বাজার করেছিল। গত মাসের ২৯ তারিখ মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত ছবি কিশমিশ। সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই অল্প কয়েকদিনেই, টনিকের রেকর্ড পর্যন্ত ছাপিয়ে গিয়েছে কিশমিশ।
আরও পড়ুন: বক্স অফিসে ‘কিশমিশ’ এবং ‘রাবণ’-এর ভাঁড়ারে কত টাকা এসেছে? সরাসরি দুই সুপারস্টারকে প্রশ্ন করলেন রানা
মুক্তির পরেই প্রেক্ষাগৃহ হাউজফুল থাকার খবর সামনে এসেছে। প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত তার পরেও ছবি নিয়ে উন্মাদনা এতটুকুও স্তিমিত হয়ে যায়নি অনুরাগীদের মধ্যে। তবে প্রতিটি ছবির এই বিপুল সাফল্যের পেছনে অবশ্য দেবের দাবি , পরিচালকের অবদান রয়েছে । অন্য কোনো প্রেক্ষাপট বাদ দিয়ে একেবারে মিষ্টি প্রেমের গল্পকে পর্দায় দেখিয়ে সুপারহিট হয়ে গিয়েছে ছবি। অভিনেতা দেব আবার দাবি করেছেন, জুয়া খেলে জিতেছেন তিনি। দীর্ঘ দু বছর করোনা আবহে জনজীবন যখন স্তব্ধ হয়ে গিয়েছিল ছবির প্রতি আগ্রহ অনেক কমে গিয়েছিল। সেইসময় নতুন ভাবে ছবির দুনিয়াকে জীবন্ত করে তুলেছিল দেবের ছবি টনিক।
জানা গিয়েছে, টনিক এর রেকর্ডকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে কিশমিশ। একদিন কিশমিশ , টনিক ছবির চারদিনে যা ব্যবসা করেছিল তার সমান করে ফেলেছে। দেব এই বিষয়ে খুব গর্বিত। তবে ছবির পেছনে খুব পরিশ্রম করেছেন সেই বিষয় অস্বীকার করা যাবেনা। কোনো রিয়েলিটি শো এর মঞ্চ বাদ দেননি, দিদি নং ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চ সবেতেই ছবির টিম সহযোগে পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন: বিধবা হয়েও এত ফুর্তি! নীতু কপূর কেঁদে বুক ভাসান না কেন-কটাক্ষের মোক্ষম জবাব দিলেন নীতু
ছবি দেখার জন্য অনুরোধ করেছেন। এমনকি কলকাতায় মেট্রো সফর পর্যন্ত করেছেন সবাইকে সাথে নিয়ে। অভিনেতার বাবা গুরুদাস অধিকারী ছবি সম্পর্কে প্রথম নিজের মত প্রকাশ করে লিখেছিলেন, ‘কিশমিশ সুপার ডুপার হিটস, নাম্বার ১!’ যা তিনি দরজায় লাগিয়ে দিয়েছেন এবং অভিনেতার কাছে দীর্ঘ এত বছরে বাবার থেকে পাওয়া এই প্রশংসা যেনো অস্কার পাওয়ার সমতুল্য। তাই জানিয়েছিলেন অভিনেতা।