সিনেমা

স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন আগেই, এবার না ফেরার দেশে পাড়ি দিলেন হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী পরিণীতা, কেকের মৃত্যুর দিন‌ মঙ্গলবারই প্রয়াত হন ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির জনপ্রিয় এই অভিনেত্রী

কখনো কখনো কোন একটি ঘটনা নিয়ে আমরা এতটাই শোকে মগ্ন হয়ে থাকি যে, চারপাশের দিকে সেভাবে নজর রাখা হয় না। আমাদের যাবতীয় সচেতনতা, যাবতীয় চিন্তা ভাবনা খালি কেন্দ্রীভূত হতে শুরু করে একটি ঘটনাকে নিয়েই। যেমনটা হয়েছে গত কয়েকদিন ধরে কেকের মৃত্যুর পর। বলিউড সংগীতজগতের জনপ্রিয় কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে কলকাতায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৩১ শে মে। তার মৃত্যুর পর বিগত দু’দিন ধরে যাবতীয় সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে কে কে- ময়। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই মঙ্গলবার‌ই বাংলা চলচ্চিত্র জগতের এক অভিনেত্রী ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরও পড়ুন: সাধারণ মানুষ কে মানুষ বলে ভাবেন না সালমান! ভক্তকে পাত্তা না দেওয়ার জন্য রীতিমতো তুলোধোনা করা হলো সালমান খানকে!

কেকের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়া এমনভাবে ছেয়ে গিয়েছিল যে, ধামাচাপা পড়ে গিয়েছিল আরো একজনের মৃত্যুর খবর। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত মঙ্গলবার। জীবিতকালে তিনি অভিনয় করেছিলেন একটি জনপ্রিয় ছবিতে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রায় বছর দশক আগেই স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে ছিলেন তিনি, স্বামীর মৃত্যুর পর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এরপর দীর্ঘ কয়েক দিন ধরেই বার্ধক্য জনিত সমস্যাও যুক্ত হয়েছিল তার সাথে। মৃত্যুর কিছুদিন আগেই ফুসফুসের সংক্রমণ হয় তার, সেই মুহূর্তে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ছিলেন তিনি, ফিরে এসেছিলেন তার বাড়িতে। কিন্তু আর বেশিক্ষণ বাড়িতে থাকা হলো না তার, সময় ফুরিয়ে এসেছিল, তাই প্রায় এক দশক পর মঙ্গলবার সকাল দশটা নাগাদ তার স্বামীর লোকেই চলে গেলেন পরিণীতা দেবী। এইদিন পরিণীতা দেবীর মৃত্যুর খবর জানান হারাধন বন্দ্যোপাধ্যায় ও পরিণীতা বন্দ্যোপাধ্যায় ছেলে কৌশিক বন্দোপাধ্যায়।

আরও পড়ুন: ‘আপনি অরিজিৎ সিং, কুমার শানু হতে পারেননি, আপনার দোষ’! রূপঙ্করকে তুমুল ট্রোল করলেন স্যান্ডি সাহা

জানা যাচ্ছে, কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই প্রয়াত হন তিনি। হৃদ রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় এর সাথে অভিনয় করেছিলেন পরিণীতা দেবী, সেই সময় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল, কিন্তু সেই তার প্রথম আর শেষ অভিনয় তারপর আর কোনোদিনই রূপোলি পর্দার জগতে পা মাড়াননি পরিণীতা দেবী।হারাধন বন্দ্যোপাধ্যায় যখন রুপোলি পর্দার জগতে দাপিয়ে অভিনয় করছেন, তখন তার স্ত্রী অন্তরালকেই বেছে নিয়েছিলেন নিজের জীবনে।

Related Articles

Back to top button