নওয়াজউদ্দিন সিদ্দিকীর আসন্ন ছবি হাড্ডিতে নারী চরিত্রে নওয়াজের ছবি দেখেছেন?

নওয়াজউদ্দিন সিদ্দিকীর আসন্ন ছবি হাড্ডি-তে নারী চরিত্রে নাওয়াজউদ্দীনকে দেখেছেন? ওই ছবির পরিচালক গত মঙ্গলবার ওই ছবিতে অভিনেতার প্রথম লুক প্রকাশ করেছেন। সেখানেই নওয়াজউদ্দীনকে প্রতিশোধ মূলক থ্রিলারটির মোশন পোস্টারে অভিনেতার প্রথম লুক দেখা গেছে। সেখানে অভিনেতাকে আশ্চর্য চুল এবং মেকআপের সাথে একটি ধূসর গ্রাউন্ডে চেনাই যাচ্ছে না। অনেকেই এই ছবিটির কে নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। হাড্ডি ছবিটির এখন পোস্ট প্রোডাকশন হচ্ছে এবং ২০২৩ সাল নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে বলে ছবির প্রযোজনা কলাকুশলীরা জানিয়েছেন।
হাড্ডি ছবির পোস্টারে নাওয়াজউদ্দিন এর মুখের অভিব্যক্তি দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে না। তবে এই ছবিটি ফিল্মটি দেখার জন্য দর্শকদের মনে আগ্রহ জাগিয়ে তুলেছে। আবার নাওয়াজউদ্দিনের এমন লুক দেখিয়ে দর্শকদের মনে এই চরিত্রটি নিয়ে কৌতুহল বাড়িয়ে তুলেছে। মোশন পোস্টার অনুসারে, ‘অপরাধ আগে কখনও এত সুন্দর দেখায়নি।’
নাওয়াজউদ্দিনের এমন চরিত্রে অভিনয়ের জন্য অনুরাগীরা প্রশংসা করতে গিয়ে youtube চ্যানেলের মন্তব্য বিভাগে নানা কমেন্ট করেছে। একজন লিখেছেন, ‘এটি আমার মনকে উড়িয়ে দিয়েছে। নওয়াজ ভাই (নওয়াজউদ্দিন ভাই) এপিক।’ অপর একজন লিখেছেন, ‘যারা এর সাথে জড়িত সবাইকে আমি সম্মান করি। আমি এতদিন যা দেখেছি তার মধ্যে সিরিয়াসলি সেরা । হ্যাটস অফ ‘।
হাড্ডি ছবিতে নিজের চরিত্র সম্পর্কে অভিনেতা নাওয়াজউদ্দিন জানিয়েছেন ‘আমি অনেকগুলো আকর্ষনীয় চরিত্রে অভিনয় করেছি, কিন্তু হাড্ডি একটি অনন্য এবং স্বতন্ত্র চরিত্র হতে চলেছে কারণ আমি এমন একটি চরিত্রে অভিনয় করব যা আগে কখনও দেখা যায় নি, এবং এটি আমাকে একজন অভিনেতা হিসাবে এনভেলপ পুশ করতে সহায়তা করবে।’এর পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা নওয়াজউদ্দিনের সঙ্গে ছবিতে কাজ করার ব্যাপারে জানিয়েছেন, ‘এটি একটি দ্বিগুণ পাওনা হবে যেহেতু হাড্ডি আমাকে নওয়াজউদ্দিনের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছে৷ আমাদের টিম আশা করে যে মোশন পোস্টারটি দর্শকদের কৌতূহল জাগিয়ে তুলবে কারণ আমরা একটি নতুন ইউনিভার্সে প্রবেশ করতে পেরে সত্যিই খুশি৷ আমি ছবির শ্যুটিং শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’