“রকস্টার” ছবির প্রচারে এসে রণবীর বলেছিলেন ওনারা পেশোয়ার মানুষ, প্রিয় খাবার গো মাংস! আবার আরো একটু বয়কটের আগুনে ঘি ঢেলে দিল এই প্রচার ভিডিও

সম্প্রতি গোটা বলিউড জুড়ে চলছে খালি বয়কটের ডাক। ধর্ম প্রডাকশনের বিভিন্ন ছবি বয়কট থেকে আমির খান কারিনা কাপুরের ছবি বয়কট সবেতেই চারিপাশে খালি বয়কটেরই ডাক। তেমনি ধর্ম প্রডাকশনের রণবীর সিং অভিনীত ছবি “ব্রহ্মাস্ত্র” মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বয়কটের ডাক আরো জোরালো হচ্ছে। আর এই বয়কটের পিছনে দেখানো হচ্ছে বিভিন্ন কারণ। যেমন আমির খানের সাথে “পিকে” সিনেমায় অভিনয় করার জন্য রণবীরের সিনেমাকেও বয়কট করার ডাক দেওয়া হচ্ছে। সিনেমায় হিন্দু ধর্মকে নাকি অপমান করা হচ্ছে এই অভিযোগ দেখিয়েও বয়কটের ডাক দিচ্ছে একাংশ। এবার এই বয়কটের আগুনে আরো কিছুটা ঘি ঢেলে দিল রাণবীরের একটি পুরো সিনেমার প্রচারের ভিডিও।
কিছুদিন আগেই সামনে এসেছে রনবীর অভিনীত “রকস্টার” ছবির প্রচারের ভিডিও। সেই প্রচার ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে তাঁর পরিবার পেশোয়া বংশোদ্ভূত। তাঁর বংশ পাকিস্তানের পেশোয়া থেকে এখানে এসেছে। তাই তাঁদের পরিবারের খাওয়া দাওয়াতে পেশোয়ার ধাঁচ আজও বর্তমান। এমনকি অভিনেতা নিজের প্রিয় খাবার সম্পর্কেও বলেন। অভিনেতা জানান তিনি মাংস প্রেমী। বিশেষত গোমাংস তাঁর প্রিয় খাবার। ভিডিওতে এই সমস্ত কথা শুনেই উত্তেজিত হয়ে পরে আবারো দর্শকের একাংশ।
নেট মাধ্যমে ভাইরাল হতে থাকে এই ভিডিও। আর সাথে এটাও একটা কারণ হিসেবে দেখানো হয় যে রণবীর পাকিস্তানের বংশোদ্ভুত এবং তাঁর প্রিয় মাংস গোমাংস। তাই বয়কট করতে হবে ব্রহ্মাস্ত্র। আবার তারই সাথে রণবীরের স্ত্রী আলিয়া ভাট এর মন্তব্য কে ঘিরেও বয়কটের ডাক দেওয়া হচ্ছে “ব্রহ্মাস্ত্র”কে।
সম্প্রতি আলিয়া এক সংবাদমাধ্যমের সামনেই দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।” আবার আরো একটি প্রসঙ্গকে টেনে আনা হয় যে ব্রহ্মাস্ত্রের ট্রেলারে রণবীরকে দেখা গেছে জুতো পড়ে মন্দিরের ঘন্টা বাজাতে। এই বিষয়টি নিয়েও খেপে উঠে দর্শক।
যদিও বিষয়টা নিয়ে পরিচালক অয়ন মুখার্জি আগেই জানিয়েছিলেন, “ট্রেলারে যেটা মন্দির বলে ভুল করছেন দর্শকরা, সেটা আসলে দূর্গাপুজোর প্যান্ডেল”। আর প্যান্ডেলে স্বাভাবিকভাবে সকলেই জুতো পরেই প্রবেশ করেন। কিন্তু অয়নের মন্তব্যের এই মন্তব্য শান্ত করতে পারেনি দর্শকদের। এখনো সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাসদের বিরুদ্ধে বয়কটের ডাক জারি আছে। এদিকে সামনে এগিয়ে আসছে ব্রহ্মাস্ত্র মুক্তির দিন। এবার শুধু এটাই দেখার যে বক্স অফিসে ফলাফল কি হবে।
— Filmy Pulao (@FilmyPulao) August 27, 2022