সিনেমা

বলিউডে এখন বয়কটের ঝড়! ব্রহ্মাস্ত্রের পর এবার বয়কটের ডাক উঠল লাইগারের বিরুদ্ধে! কারণ জোহরের ১০০০ কোটি টাকা জলে?

আমরা সবাই জানি, বলিউডের জন্য বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না। সেই কবে থেকে শুরু হয়েছে আর এখনও চলছে বয়কটের ডাক। সমগ্র দেশজুড়ে দেশবাসী একের পর এক সিনেমাকে বয়কট করেই চলেছেন। কখনো তার কারণ হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের রূঢ় ব্যবহার। আবার কখনো কারণ দাঁড়াচ্ছে নেপোটিসম। আবার কখনো তারা কারণ দেখাচ্ছেন কোন পরিচালককে যাঁরা সমগ্র ইন্ডাস্ট্রিতে রাজ করেন। কিন্তু বলতে গেলে সেই তুলনায় দক্ষিণ-ফিল্ম ইন্ডাস্ট্রি। সমগ্র ভারতে খুব ভালো ফলাফল করছে। তাঁদের কাজ দক্ষিণ থেকে ছড়িয়ে বলিউড সেখান থেকে ছড়িয়ে বাংলাতেও এসে পৌঁছে যায়। তাঁদের কনটেন্ট তাদের গ্রাফিক্স তাঁদের অভিনেতা অভিনেত্রী আর তাছাড়া অন্যান্য কলা কুশলীরা এবং সমস্ত কিছুর সকলেই নিজেদের কর্মে নিপুন হওয়ায় এবং তাঁদের নীতিগত আদর্শ সঠিক থাকায় মানুষ তাঁদেরকে গ্রহণ করছেন। কিন্তু সাম্প্রতিক ব্রহ্মাস্ত্র ছবি বয়কটের পর এবার ডাক উঠল বিজয় দেবরকোন্ডা অভিনীত সিনেমা লাইগারকে বয়কটের।

একেতেই বলিউডের এক বিখ্যাত পরিচালক কারন জোহরের উপর বর্তমান সিনেমা প্রেমী মানুষ বা নবপ্রজন্মের যুবক-যুবতীরা একেবারেই বিতস্রদ্ধ। মোট কথা কেউই পছন্দ করেন না কারণ কে। তাঁর বিরুদ্ধে বারবারই তোলা হয় নেপোটিজামের অভিযোগ। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের একটি কারণ হিসেবে ধরা হয় কারণ কে। তাঁর পরিচালিত যেকোনো ছবি বয়কটের ডাক দেবে দর্শক। সেই কারণে বিজয় দেবারকোন্ডা খুবই পছন্দের অভিনেতা হলেও লাইগার সিনেমা কে বয়কট দিচ্ছে দেশবাসী।

এই ছবির হাত ধরেই বলিউডে পদার্পণ করছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারকোণ্ডা। কিন্তু কারণ জোহরের প্রোডাকশন হাউস ধর্ম প্রোডাকশনের যেকোনো ছবিকেই বয়কট দিচ্ছে দেশবাসী। প্রথমে রণবীর ও আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র। এবারে দ্বিতীয় টার্গেট বিজয় দেবরকোন্ডা এবং অনন্যা পান্ডে অভিনীত লাইগার। যদিও শুধু হিন্দিতে নয় সারা দেশজুড়ে বিভিন্ন ভাষাতেই রিলিজ হবে এই সিনেমাটি। কিন্তু বয়কটের কারণ হিসেবে সাফ জানানো হয়েছে শুধু পরিচালকের নাম কারণ জোহর। এটাই একমাত্র কারণ ছবিটিকে বয়কট করার। বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে # বয়কট লাইগার মুভি।

এই বিষয় নিয়ে এক অনুরাগী বিজয়কে লিখেছিলেন, “আমি এই সিনেমা বয়কট করব। করণ জোহার কিংবা বলিউডের কারও সঙ্গে কাজ করা উচিত হয়নি তোমার”। কেউ আবার লিখছেন, “প্রিয় বিজয়, তুমি জানো না, দর্শকরা কেন সিনেমা করে। কারণ বলিউড সবসময় আমাদের সংস্কৃতির অপমান করে। বলিউড অভিনেতারা সবসময় এমন মন্তব্য করেন যা মানুষের ভাবাবেগে আঘাত করে। একজন মানুষ কিন্তু দর্শকদের জন্যই তারকা হয়।”

প্রসঙ্গত বয়কট প্রসঙ্গে বিজয় দেবের কোনটা সাংবাদিকদের সামনে বলেছিলেন, “বয়কটের এই সংস্কৃতি তারকাদের প্রভাবিত করছে এমনটা নয়, ছবিতে আরও ২০০-৩০০ জন অভিনেতা এবং অভিনেত্রী থাকেন। একটি ছবি থাকে কমপক্ষে ২০০০ থেকে ৩০০০ মানুষের সংসার চলে। ছবি বয়কট করলে তাদের জীবনে প্রভাব পড়ে।”

Related Articles

Back to top button