ফেলুদা হওয়ার জন্য ইংরেজি বই পড়া বন্ধ করলেন ইন্দ্রনীল সেনগুপ্ত! বাঙালির নস্টালজিয়া ফেলুদা কে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারবেন কি তিনি?

কোন চরিত্রে অভিনয় করতে গেলে সেই চরিত্রের একবারে ভেতরে ঢুকে যেতে হয়, চরিত্রটাকে পুরো গুলে খেয়ে আত্মস্থ করতে হয় তবে সেই চরিত্র হয়ে ওঠা যায়। তাই জিতু কমল সত্যজিৎ রায় হয়ে ওঠার জন্য দাঁতের সেটিং বদলে দিয়েছিলেন, বদলে দিয়েছিলেন নিজের জীবন যাত্রার ধরন। সম্প্রতি ফেলুদা হওয়ার জন্য নিজের জীবন যাত্রা বদলে দিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও। ছয় বছর পর পুনরায় বড়পর্দায় ফেলুদা ফিরে আসছে, নানা টালবাহানা প্রযোজক বদল এর পর ফেলুদার গল্প হত্যাপুরীর ফাস্ট লুক পোস্টার এইদিন প্রকাশ্যে এসেছে। ছবি তে ফেলুদা চরিত্রে কাজ করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত খাদির পাঞ্জাবি পরে ফেলুদা সেজেছেন তিনি। এই মুহূর্তে তার কাছে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হলো ঝরঝরে বাংলা বলতে শেখা।
সন্দীপ রায়ের পরিচালিত হত্যাপুরী তে ফেলুদা চরিত্রে অভিনয় করার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত? শ্যাডো ফিল্মসের প্রযোজনায় সন্দীপ রায়ের হত্যাপুরী ছবিতে ফেলুদার লুকে বুধবার ইন্দ্রনীলকে দেখা যায়। অভিনেতা জানান মধ্যেখানে ধূমপান করা একদম ছেড়ে দিয়েছিলেন তিনি, তাই ফেলুদা চরিত্রে অভিনয়ের অফার আসতেই তা বাতিল করে দেন তিনি, কারণ ফেলুদা সিগারেট খেতেন বলে। এরপর বাংলা শেখার বিষয়ে অভিনেতা বলেন,“ এই চরিত্রটির জন্য আমাকে বাংলা শিখতে হচ্ছে। প্রবাসে থাকার কারণে বাংলা বলার অভ্যাসটা অনেক দিন নেই। ইংরেজিতে বই পড়ি, ইংরেজিতে ভাবি। তবে এখন বাংলাভাষাকে আয়ত্তে আনার চেষ্টা করছি। ইংরেজিতে বই পড়া কমিয়ে দিয়েছি।”
অভিনেতা চেষ্টা করছেন এখন স্মুথলি বাংলা বলার। কাস্টিং নিয়ে ইতিমধ্যেই একটি বিতর্ক সৃষ্টি হয়েছিলো। তখন সন্দীপ রায় বলেন,“ছবির কাস্টিং কী হবে তা ঠিক করবেন পরিচালক। আমার পছন্দ করা টিম নিয়েই আমি কাজ করছি, তা নিয়ে আমি খুশি। ইন্দ্রনীলকে অনেকদিন আগে থেকেই আমি চূড়ান্ত করে রেখেছিলাম। কথা দিয়ে আমরা কথা রাখি।” উল্লেখ্য সন্দীপ রায়ের হত্যাপুরী ছবিতে জটায়ু চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহ কে এবং তোপসের ভূমিকায় অভিনয় করবেন আয়ুশ।
কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিরিজে ফেলুদা হিসেবে আবির্ভূত হন টোটা রায়চৌধুরী, এছাড়া শেষ বার সন্দীপ রায় ফেলুদা হিসেবে তুলে ধরেছিলেন সব্যসাচী চক্রবর্তী কে! এইবার ফেলুদার মুখ হয়ে আসছেন ইন্দ্রনীল! বাঙালির নস্টালজিয়া ফেলুদা হয়ে উঠবার জন্য তাই বাংলা ভাষাকেই আপাতত পুরোদস্তুর আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অভিনেতার কথায়,“ আমি নিজের 100% উজাড় করে দেব।”