সিনেমা

বলিউড সেলেবদের ভিড়ে স্বস্তিকার নাম বাদ! বাঙালি বলেই কি চলচ্চিত্র বিশেষজ্ঞর নজর থেকে সরে গেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়? টুইটারে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায়, এই নামটা শুনলেই প্রথমেই আমাদের মনে যেই ছবিটা ভেসে ওঠে তা হলো একজন সুন্দরী, স্পষ্টবাদী নারী। যিনি কোনো কিছুতেই তোয়াক্কা করেন না। সমাজের বহু সেকেলে নিয়ম ভেঙে যিনি এগিয়ে চলেছেন নিজের মতন করে। বরাবরই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন তিনি। আর গত মঙ্গলবার তারই আরও একবার প্রমাণ পাওয়া গেল টুইটারে। মঙ্গলবার গভীররাতে টুইটারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।

আসলে মঙ্গলবার নামী চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা সমালোচক তরন আদর্শ মঙ্গলবার টুইটারে নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘কালা’-র বেশ কিছু ঝলক শেয়ার করেন। পরিচালক অনভিতা দত্ত পরিচালিত এই ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন ইরফান খান পুত্র বাবিল খান। তাঁর বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরি। বাবিল ও তৃপ্তির নাম অভিনেতাদের তালিকায় উল্লেখ করেন তরন। তবে সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি তিনি। অথচ এই ছবিতে বাবিল-তৃপ্তির পাশাপাশি অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার এই দ্বিচারিতা মেনে নিতে পারেনি অভিনেত্রী। রাগে ক্ষোভে ফেটে পড়েন।

সমালোচকের রি-টুইট করে রীতিমতো বিদ্রুপের ছলে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। কালা সিনেমাটি আমারও। আমি মুম্বইয়ের বাসিন্দা নই ঠিকই তবে ২২ বছর ধরে কাজ করছি। এত বড় বড় তারকাদের মধ্যে আমার নামটিও যদি একটু উল্লেখ করে দেন খুবই কৃতজ্ঞ থাকব। আগাম ধন্যবাদ।’

উলেক্ষ্য ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অভিনেত্রী ‘পাতাল লোক’, ‘দিল বেচারা’-র মতন অনেক প্রোজেক্টে কাজ করেছেন। কিন্তু তাও কেন এই অবহেলা? পরে যদিও নিজের ভুল সংশোধন করে নেন ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ। পরে তরণ আদর্শ এক টুইটে স্বস্তিকার নাম উল্লেখ করেন, পাশাপাশি জানান, ‘বিষয়টি আমার নজরে আনবার জন্য ধন্যবাদ’। এর উত্তরে স্বস্তিকা বলেন ‘স্যার আমি তো আর জিরো সাইজের নই যে নজরে আসিনি। আর নেটফ্লিক্স ইন্ডিয়া নিঃসন্দেহে কাস্টের তালিকা পাঠিয়েছে। বাংলা থেকে বলেই আপনি দেখতে পাননি, তবে চিন্তা নেই। আপনি ভুলতে থাকুন, আমি মনে করাতে থাকব’।

Related Articles

Back to top button