সিনেমা

মনামী ঘোষের ছোড়া ‘টাপাটিনি’ চ্যালেঞ্জ নিলেন নায়ক জিৎ! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চ জমে উঠলো সঞ্চালক জিৎ এর নাচে

আগামী ১৫ মে স্টার জলসার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে হাজির হতে দেখা যাবে, নন্দিতা রায়,শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং তার সাথে ছবির টিম নিয়ে। আসন্ন ছবি, ‘বেলাশুরু’ ছবির প্রচারের ক্ষেত্র হিসেবে এই মঞ্চকে বেছে নিয়েছেন। এদিন তাই একেবারে সদলবলে হাজির হতে চলেছেন গোটা টিম। সেখানেই সঞ্চালক জিৎ কে চ্যালেঞ্জ অভিনেত্রী মনামী ঘোষের। তাও যা তা চ্যালেঞ্জ নয় একেবারে ছবির জনপ্রিয় গান, ‘টাপাটিনি’তে কোমর দোলানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জিৎ এর দিকে। তবে জিৎ ও কিছু কম যায়না। সাথে সাথে চ্যালেঞ্জ একসেপ্ট করে নিয়ে মঞ্চ মাতিয়ে দিলেন।

আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আর দেখা যাবে না! ‘একটা যুগের অবসান’, বলছে ফ্যানেরা

গানের গায়িকা ইমন চক্রবর্তীকে নিলেন একদিকে আর অন্যদিকে ছবির প্রধান অভিনেত্রী মনামী ঘোষ একসাথে মঞ্চে একেবারে প্রযোজক, অভিনেতা সবাই মাতিয়ে দিলেন গানের সাথে। বাংলা ছবির বাজার এখন অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। যে কারণে ছবি মুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা ঠিক আগের মত বজায় নেই এখন। সেই কারণে ছবি মুক্তির আগে প্রচার কার্যে সবাই একসাথে অংশ নিচ্ছে। তবে এই প্রচারের ক্ষেত্রে রিয়েলিটি শো বা গেম শো এর মঞ্চোগুলি হতে পারে একেবারে উপযুক্ত স্থান। ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে একদিকে, দেবের ছবি কিশমিশ, অন্যদিকে জিৎ এর ছবি রাবণ, আর দুটো ছবির প্রচারের জন্য দুজন সুপারস্টারের দেখা মিলেছিল দিদি নং ওয়ান এবং দাদাগিরির মঞ্চে।

সঞ্চালক হলেও এবার জিৎ নিজেই অংশ নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের শেষ ছবির প্রচারকার্যে। ছবির দুটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, ‘সোহাগে আদরে’ এবং ‘টাপাটিনি’। তবে দুটির মধ্যে দ্বিতীয় গানটির প্রতি একেবারে ক্রেজ তৈরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া খুললেই একের পর এক রিল ভিডিও এই গানের সাথে চোখে পড়ছে। অপরাজিতা আঢ্য, স্বস্তিকা দত্ত, শোলাঙ্কি রায়, সুস্মিতা দাস সহ এক ঝাঁক টলি তারকা ইতিমধ্যেই এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বাসের মধ্যেই যোগাসন করতে ব্যস্ত হয়ে পড়লেন শিল্পা শেট্টি! “বাড়িতে কি জায়গার অভাব হল নাকি?”- প্রশ্ন এক নেট নাগরিকের

এবার সেই তালিকায় নতুন যোগ হলো সুপারস্টার জিৎ এর নাম। পরিচালক শিবপ্রসাদকে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে, কার রিল অধিক পছন্দ হলো? তিনি সঠিক ভাবে ঐভাবে বলতে চাননি। যে যার নিজের মতো করে ভালো করেছে এই টুকুই জানিয়েছেন তবে। তবে এই মন মাতানো এপিসোড দেখতে হলে ১৫ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

Related Articles

Back to top button