সিনেমা

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এর আসন্ন ওয়েব সিরিজ ‘রক্তপলাশ’ – গল্প শোনাবে এক ভিন্ন মাত্রার রাজনীতির!

বর্তমান প্রজন্ম সিনেমার তুলনায় অনেক বেশি করে ওয়েব সিরিজের প্রতি ক্রমেই আকৃষ্ট হচ্ছে। তাই পরিচালকরা বর্তমানে নতুন নতুন ঘটনাবলীর ওপর ভিত্তি করে ওয়েব সিরিজ তৈরির দিকে মন দিয়েছেন। এমনই এক শিহরণ জাগানো ওয়েব সিরিজের গল্প নিয়ে আসতে চলেছে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ, ‘রক্তপলাশ’। গল্প শোনাবে এক ভিন্ন মাত্রার রাজনীতির।

আরও পড়ুন: জাডার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাঁর আত্মসম্মান, অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মারা নিয়ে এবার নিজের মন্তব্য ব্যক্ত করলেন উইল স্মিথের স্ত্রী জাডা!

পরিচালক গল্পের প্রেক্ষাপট রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি করেছেন। যেখানে জঙ্গলমহলের একটি রিসর্টের দৃশ্য দেখানো হয়েছে। ৭ জন ভ্রমণপ্রিয় মানুষ ঘুরতে গিয়েছিলেন ওই রিসোর্টে। কিন্তু ঘুরতে গিয়েই তাদের জীবনে যে মোড় ঘুরে গেলো, সেই গল্পই শোনানো হয়েছে এই সিরিজে। এই মানুষগুলো গল্পের আসরের মাঝেই অতীত জীবনের গল্প নিয়ে আলোচনায় বসেন আর সেই গল্পই লুকিয়ে ছিল অন্য আর এক গল্প। মানুষ গুলোর অতীতের অন্যায়, পাপের কাহিনী উঠে এলো।

আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর সংঘাতের মাঝে পড়ে গেলেন ওই ৭ জন মানুষ। শেষ পর্যন্ত ৭ জনকে পণবন্দি হতে হয় তাদের হাতে। এরপর ৭ জন মানুষের জীবনে ঠিক কি নতুন মোড় আসতে চলেছে? তারা কি আদৌ ছাড়া পেতে পারবে? নাকি গল্পের কাহিনী নতুন মোড় নেবে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে ওয়েব সিরিজটি দেখতে হবে। কাহিনীর অগ্রগতি ঠিক এই গতিতে ঘটবে তার কিছুটা খোলসা করা হয়েছে।

আরও পড়ুন: খারাপ গ্রেড সমেত অভিষেকের রেজাল্ট ঠিক পৌঁছে যায় অমিতাভের হাতে! সিক্রেট ফাঁস করলেন অভিষেক বচ্চন

এক ঝাঁক অভিনেতাকে নিয়ে আসতে চলেছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ, ‘রক্তপলাশ’। শিলাজিৎকে এই ওয়েব সিরিজে বহুদিন পর অভিনয় করতে দেখা যাবে। আরও যাঁরা থাকছেন তাদের মধ্যে, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, উৎসব মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে, অসীম রায় চৌধুরী, মৌসুমী দালাল, বেবি তামান্না, কোয়েল মিত্র, সুব্রত দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়। টুবান থাকছে সিনম্যাটোগ্রাফির দায়িত্বে অন্যদিকে শিবাশিস বন্দ্যোপাধ্যায় থাকছে আবহসঙ্গীতে।

আসন্ন ওয়েব সিরিজ সম্পর্কে সিরিজের পরিচালক , কমলেশ্বর মুখোপাধ্যায় স্বীকার করেছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আধুনিক প্রজন্মের জন্য এই ধরনের রাজনৈতিক ওয়েব সিরিজ গুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি সবার সাথে মিলে মিশে একসাথে কাজ করার বিষয়টি তুলে ধরেছেন সেইসঙ্গে কৃতজ্ঞ প্রকাশ করেছেন, ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম এবং ডার্ক এনার্জির প্রযোজনাকে। সিরিজের মুক্তির তারিখ সম্পর্কে সেভাবে কিছু না সামনে আনলেও তিনি জানিয়েছেন, পরিস্থিতি সব ঠিকঠাক থাকলে সামনের মাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

Related Articles

Back to top button