সিনেমা

‘দ্য কাশ্মীর ফাইলস’ – এর তীব্র প্রশংসা করলেন করন জোহর, কঙ্গনা রানাওয়াতের কানে পৌঁছলো নাকি সেসব কথা!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ দ্য কাশ্মীর ফাইলস’ – সিনেমাটি বলিউডের জগতে এক আলোড়ন ফেলে দিয়েছে। এবার সেই ছবির নিয়ে মুখ খুললেন চিত্র পরিচালক করণ জোহর। ছবির নিয়ে এতদিন পর তিনি ভুয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাঁর মতে, এই ছবিটি স্বয়ং একটি ‘ আন্দোলন ‘ এর প্রতিরূপ। তিনি নতুন পরিচালকদের এই ছবি দেখে শিক্ষা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

আরও পড়ুন: তিলোত্তমার বুকে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার সেই অন্ধকারময় দিনের ছ’ টা বছর অতিক্রান্ত! ঘটনার অনুকরণে মুক্তি পেলো ‘কলকাতা চলন্তিকা’- র পোস্টার

১১ মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রির এই ছবি। বক্সঅফিসে ইতিমধ্যেই ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। করণ জোহর Galatta Plus- কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ কাশ্মীর ফাইলস ছবিটি হয়তো আর পাঁচটা সিনেমার মতো অনেক বাজেট নিয়ে বনানো হয়নি। কিন্তু কস্ট-টু-প্রফিট-এর হিসেবে এটা ভারতের ইতিহাসে ভারতের অন্যতম লাভজনক সিনেমা হিসেবে। আমি বক্স অফিস ইন্ডিয়ার একটা রিপোর্টে পড়লাম ১৯৭৫ সালের জয় সন্তোষী মা-র পর এত বড় মুভমেন্ট আর হয়নি।’

আরও পড়ুন: সংসার চলে ভাইয়ের রিকশা চালানো আর মায়ের চুড়ি বিক্রির ওপর নির্ভর করে, মেয়ে করে দেখলেন সিভিল সার্ভিস ক্র্যাক!

ছবির বিষয় নিয়ে এখন চিত্র পরিচালক হিসেবে তিনি আরও সংযোজন করেছেন, ছবিতে এমন কিছু ঘটনা রয়েছে সেখানে সারা দেশের মানুষ সেই ঘটনার সাথে নিজেদের সংযুক্ত করতে পারছেন। কিছু নতুন জানার জন্য প্রত্যেককে এই সিনেমা দেখতেই হবে। এই ছবি ছাড়া আর কোনো সিনেমা নেই যা একটি আস্ত বিপ্লবের মুখ হয়ে দাঁড়িয়েছে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ বলিউডের তরফ থেকে প্রথমের দিকে সেভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, ইয়ামি গৌতম সবার প্রথম নিজেদের মতামত ব্যক্ত করেছিলেন। কঙ্গনা রানাওয়াত নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এবার ছবি নিয়ে যথেষ্ট প্রশংসা করলেন চিত্র পরিচালক করণ জোহর।

Related Articles

Back to top button