সিনেমা

‘আমি যে তোমার’ কলকাতায় এসে হলুদ ট্যাক্সি ছাদে উঠে কার উদ্দেশ্যে এ কথা বললেন কার্তিক?

ছিলো। সম্প্রতি ভুলভুলাইয়া ২ রিলিজ করেছে গত ২০ শে মে। এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা রীতিমতো তুঙ্গে। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদ্বানি। ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই ভালরকম সাফল্য অর্জন করে ফেলেছে, ইতিমধ্যেই ৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এই ছবির প্রচারের জন্য এইবার তিলোত্তমা কলকাতায় হাজির হলেন কার্তিক আরিয়ান আর কলকাতায় তাকে দেখতে পেয়ে তার ভক্তরা আবেগে আপ্লুত হয়ে উঠলেন।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালীর’ দুর্গার অভিযোগ রেকর্ড সৃষ্টি করা ছবি ‘অপরাজিত’তে তথ্যের বিকৃতি হয়েছে! কেনএমন অভিযোগ আনলেন সত্যজিতের দুর্গা?

হাওড়া ব্রিজে এসে হরর কমেডি ভুলভুলাইয়া ২ ছবির প্রমোশন করলেন তিনি। কলকাতাতে এসেই তিনি বলে বসলেন, “আমি যে তোমার”। কিন্তু কথাটা কাকে বললেন তিনি ? আসলে তিলত্তমাকে ভালোবেসে জনপ্রিয় এই ছবির ‘আমি যে তোমার’ গানটি তিলোত্তমা কলকাতাতেই এসে লঞ্চ করলেন অভিনেতা। ছবিতে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং আর গানটির পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী।

কিন্তু কলকাতাতে এসেই কেন এই গানটি লঞ্চ করলেন অভিনেতা? সেই প্রসঙ্গে কার্তিক বলেন, আজ পর্যন্ত এই গানটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি আমরা এটিকে অফিশিয়াল ভাবে লঞ্চ করার জন্য প্রচুর অনুরোধ করেছিলাম। কার্তিক আরিয়ান আরো বলেন,“ভক্তদের অনুরোধের ভিত্তিতেই ‘আমি যে তোমার’ গানটি লঞ্চ করার সিদ্ধান্ত নি‌ই কলকাতায়। কারণ আমি বিশ্বাস করি এই গানটির সঙ্গে প্রাণের শহর কলকাতার একটা বিশেষ সংযোগ আছে।”

আরও পড়ুন: ‘ঐশ্বর্য আড়ম্বর ছাড়ুন, ছোট থেকে বাচ্চাকে সহজ-সরল ভাবে বাঁচতে শেখালে দড়ি আর তাদের টানবে না’ তিন অভিনেত্রীর রহস্য মৃত্যু সম্পর্কে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের মত

করোনা ও লকডাউন পরবর্তী সময়ে যখন জীবনযাত্রা ভীষণভাবে থেমে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে ‘ভুলভুলাইয়া টু’ ছবিটি এক সপ্তাহের মধ্যে ৯০ কোটি টাকার ব্যবসা করেছে। অতিমারি পরবর্তী সময়ে তার অভিনীত এই ছবিটিকে এতখানি সফল করবার জন্য কৃতজ্ঞ অভিনেতা সকল ভক্তদেরকে ধন্যবাদ জানান। এছাড়া কলকাতায় এসে সকলকে এই ছবিটি দেখার জন্য অনুরোধ‌ও করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

ছবির জনপ্রিয় গান রিলিজ করার পাশাপাশি হলুদ ট্যাক্সির ছাদে উঠে হট পোজ দেন কার্তিক আরিয়ান। তাকে দেখতে মানুষ ভিড় করে আসেন, তিনি ও পাল্লা দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বাংলাতে প্রশ্ন ছুঁড়ে দেন ‘আমি কি রসগোল্লা?’ তার এই বক্তব্য শুনে তার ভক্ত-দর্শকরা মুচকি হাসেন। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিতে কিয়ারা এবং কার্তিক ছাড়াও রাজপাল যাদব, তাবু, অমর উপাধ্যায়ের মত শিল্পীদের দেখা যাবে।

Related Articles

Back to top button