সিনেমা

KGF Chapter 3 কি তবে আসছে? দুই সপ্তাহে KGF 2-র ১০০০ কোটি ব্যবসার পর সেই দিকেই জোরালো হচ্ছে ইঙ্গিত

আমির খানের দঙ্গল, প্রভাসের বাহুবলী টু, NTR‌ জুনিয়রের RRR এর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জনের পর এইবার ‘KGF Chapter 2’ ‌‌ও বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিলো। দুই সপ্তাহ কেটে যাওয়ার পরে এখনো গোটা বিশ্বজুড়ে এই ছবির দুর্দান্ত ক্রেজ। প্রশান্ত নীলের ‘KGF Chapter 2’ মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে এখনো সারা বিশ্বে এই ছবিকে কেন্দ্র করে একটি তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নারীর যৌনতার অধিকার থেকে লিঙ্গবৈষম্য সমস্ত বিষয়কেই তুলে ধরবে সুজয় প্রসাদের নির্বাক ছবি ‘হোম’

কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘KGF Chapter 2’ হলো চতুর্থ ছবি, যা মুক্তির প্রথম দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করেছে। হাজার কোটির বাজেট নিয়ে তৈরি করা এই ছবিটি প্রি বুকিং থেকেই রেকর্ড সৃষ্টি করেছিলো। প্রথম সপ্তাহেই ২৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। বর্তমানে এই ছবি হাজার কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এইরকম একটি মুহূর্ত নিয়ে স্বাভাবিকভাবেই সকলের আনন্দ হওয়ার কথা।

প্রসঙ্গত উল্লেখ্য, ‌এই ছবিটি ভারতের ক্ষেত্রেও ভালো রকমের নজির সৃষ্টি করেছে। টাইগার জিন্দা হে, PK এবং সঞ্জুর গড় আয়কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। এখন অবধি এই তিনটি ছবির গড় আয় যথাক্রমে ৩৩৯.১৬ কোটি,৩৪০.৮০ কোটি ও ৩৪২.৫৩ কোটি। অন্যদিকে ‘KGF Chapter 2’ হাজার কোটির ব্যবসা করে ফেলেছে।

আরও পড়ুন: জ্যাকলিনের কাছে লাখ লাখ টাকার উপহার! ৯ লাখের বিড়াল থেকে ৫০ লাখের ঘোড়া সবই সুকেশের দেওয়া!

এই ছবির এতোখানি সাফল্য দেখে সকল সিনেমাপ্রেমীরা আশা করছেন যে এই ছবির তৃতীয় পার্ট‌ও খুব শীঘ্রই আসবে‌। ঠিক যেমন বাহুবলী সেকেন্ড পার্ট এসেছিল। এই ছবির তৃতীয় পার্ট আসা প্রসঙ্গে ‘KGF Chapter 2’ এর নায়ক সুপারস্টার যশকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“আমি আর প্রশান্ত অনেক দৃশ্যের কথা ভেবেছিলাম সেগুলো ‘KGF Chapter 2’ তে করা সম্ভব হয়নি এখনও অনেক কিছুই হতে পারে তবে সবকিছুই আলোচনা স্তরে রয়েছে।”- স্বাভাবিকভাবেই অভিনেতা যশ এর এই মন্তব্য ‘KGF Chapter 2’ এর তৃতীয় পার্ট বেরোনোর সম্ভাবনাকে আরো বেশি উস্কে দিয়েছে, অনুরাগীরা আশায় বুক বাঁধছেন, এখন বাকি কথা বলবে ভবিষ্যৎ।

Related Articles

Back to top button