সিনেমা

বলিউডের মেঘে কালো মেঘের ঘনঘটা ঘনাচ্ছে ! প্রথমদিনেই ১৩৫ কোটির ব্যবসা করে রেকর্ড KGF চ্যাপ্টার ২ এর!

আশঙ্কা অনেক আগে থেকেই করা গিয়েছিলো। আবার কেউ কেউ তো ভেবেছিলেন আরআরআর বা বাহুবলীর মতো ছবির রেকর্ড কেও ছাপিয়ে যেতে পারে আসন্ন এই ছবি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন ছবির কথা বলা হচ্ছে? বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে যে ছবি, প্রশান্ত নীল পরিচালিত ‘KGF চ্যাপ্টার ২’। ছবির মুক্তির জেরে বলিউড যেনো কোনো খেই পাচ্ছেনা ছবির জগতে। দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত এই ছবি প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে। প্রথম দিনেই ছবির আয় ১৩৪. ৯৫ কোটি টাকা।

আরও পড়ুন: KGF খ্যাত অভিনেতা যশের মোট সম্পত্তির পরিমাণ জানেন কি? জানলে চোখ কপালে উঠবে আপনার!

আরআরআর বা বাহুবলীর মতো রেকর্ড করতে না পারলেও এই ছবি কিন্তু কোনো অংশেই কম যায়না। কন্নড় এই ছবিটি ইতিমধ্যেই আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকে আলাদাই বেগে চলছে ছবির ব্যবসা। সমস্ত রেকর্ড ছাপিয়ে যাচ্ছে একাই। প্রতিটি ভাষাতেই একের পর এক রেকর্ড গড়তে শুরু করেছে। হিন্দি ভাষার ক্ষেত্রে এই ছবি ৫৩.২০ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে। হিন্দি ভাষার ক্ষেত্রে এই ছবির জন্য দর্শকদের মধ্যে বিপুল উচ্ছাস ও উন্মাদনা পরিলক্ষিত হয়েছে।

প্রতিটি শহরে ভোর ৬ টা থেকেই শো দেখার জন্য লাইন লেগে গিয়েছে। দেদারে বিকোচ্ছে টিকিট। পুনে, মুম্বই এইসব শহরের ক্ষেত্রে এই ছবির শো শুরু হচ্ছে সকাল ৬ টা থেকে। ১৪৫০ থেকে ১৫০০ টাকা প্রতি টিকিট দাম উঠেছে মুম্বাইয়ে। অন্যদিকে দিল্লিতে টিকিটের দাম উঠে গিয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। তারপরেও একই উৎসাহের সাথে মানুষের ঢল নেমেছে ছবি দেখার জন্য। হিন্দি বলয়ের ক্ষেত্রে উত্তেজনা একেবারে তুঙ্গে বিরাজ করছে।

আরও পড়ুন: বলিউড প্রেমীদের চোখে ধরা পড়েছে KGF Chapter ২ এর বড়সড় ৫ টি ভুল! না জানলে আপনিও জেনে নিন!

‘কেজিএফ: চ্যাপ্টার ১’- মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সেইসময় সেই ছবি মোট ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এবারের দ্বিতীয় ভাগের জন্য ছবির টিমকে খুব একটা কসরত করতে হবে না। আগের ছবির রেকর্ড এমনি ভেঙে যাবে কিছুদিনের মধ্যেই। ছবিটি নির্মিত হয়েছে মাফিয়ার গল্পের ওপর নির্ভর করে। যেখানে অভিনেতা যশ ছাড়াও রয়েছেন, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টিরা। তবে পরিচালকের থেকে আভাস পাওয়া গিয়েছে ছবির তৃতীয় অংশ নিয়ে ফের শিগগিরই হাজির হবেন পর্দায়।

Related Articles

Back to top button