এবার রকির তাণ্ডব দেখা যাবে ওটিটি তে! প্রেক্ষাগৃহের পর এবার অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার ২ !

ভারতীয় সিনেমা প্রেমীরা এখন সবাই কেজিএফ জ্বরে আক্রান্ত। ছবি মুক্তি পেয়েছে ১৪ দিন হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কেজিএফ ২ এর বাজার রমরমিয়ে চলছে। তবে এবার অনুরাগীদের জন্য এক সুখবর আসতে চলেছে। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কেজিএফ চ্যাপ্টার ২। দর্শকদের বেশ অনেকদিন ধরেই দক্ষিণী ছবির প্রতি এক অন্যরকম আকর্ষণ বেড়েছে। দক্ষিণী ছবি গুলি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে। পরপর যতগুলি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে এই ছবি সমস্ত ছবির রেকর্ড ছাপিয়ে গিয়েছে। রকি ভাই’- একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা যশ এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন তাইতো মুক্তির তৃতীয় সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত একই ভাবে উন্মাদনা এই ছবি নিয়ে।
কেজিএফ চ্যাপ্টার ওয়ানের থেকেও অনুরাগীদের মতে এই ছবির দ্বিতীয় ভাগ আরও বেশি আকর্ষণীয়। অভিনেতা যশের সাথে সাথে এই ছবিতে ভিলেনের একটি চরিত্র অধীরা যেখানে বলি অভিনেতা সঞ্জয় দত্তকে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেত্রী রবীনা টন্ডনকে একটি উল্লেখযোগ্য চরিত্রে এই ছবিতে দেখা যাবে। ভারতীয় দর্শকদের কাছে এই ছবিটি একেবারে পরিপূর্ণ একটি ছবি । এই মাসের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি এখনও রমরমিয়ে চলছে ছবির বাজার। ছবির প্রতি আকর্ষণ এতটুকুও কমেনি দর্শকদের মধ্যে। এই কদিনেই বহু বলিউড ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
সারা দেশ জুড়ে বক্স অফিসে ইতিমধ্যেই কালেকশন করেছে প্রায় ১০০০ কোটি টাকার। ৩ সেরা ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। রণবীর কাপুরের সঞ্জু (৩৪২.৫৩ কোটি) আমির খানের পিকে (৩৪০.৮ কোটি), সলমান খানের টাইগার জিন্দা হ্যায় (৩৩৯.১৬ কোটি) এই তিন ছবির রেকর্ড ব্রেক ইতিমধ্যেই। এখনও বক্সঅফিসে পারফর্ম করে চলেছে কেজিএফ ২। তবে এখনও পর্যন্ত বহু অনুরাগীরা বাকি রয়েছেন যাঁরা যশের তাণ্ডব দেখেননি তবে সেইসব অনুরাগীদের জন্য এক বড়ো সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি।এত বিপুল পরিমাণ জনপ্রিয়তার কারণে অবশেষে ওটিটি তে মুক্তির তারিখ সামনে আনা হয়েছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এবার কেজিএফ চ্যাপ্টার ২। হিন্দি, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং তামিল ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শকরা। জানা গিয়েছে, আগামী মাসের ২৭ তারিখে অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে কেজিএফ চ্যাপ্টার ২। কিন্তু এখনও পর্যন্ত ছবির নির্মাতারা এই বিষয়ে কিছুই প্রকাশ করেননি।