পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা নিয়ে আসছে পাভেলের “কলকাতা চলন্তিকা”। সম্প্রতি মুক্তি পেল তারই ট্রেলার, তিলোত্তমার বুকে পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার বিবর্ণ চিত্র ফুটে উঠবে ছবিতে

২০১৬ সালে প্রেমের শহর কলকাতার বুকে হঠাৎই ঘটলো এক দুর্ঘটনা। ছন্দপতন হলো তিলোত্তমার। ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। এবার এই উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা নিয়ে আসতে চলেছে পাভেলের “কলকাতা চলন্তিকায়”। ছবিটিতে দেখানো হবে ২০১৬ সালের সেই হঠাৎ দুর্ঘটনাকে। ৬ বছর পর ঠিকই পরিস্থিতিতে আছে সেই জায়গা? হঠাৎই এই অত বড় দুর্ঘটনা থেকে কিভাবে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এলো তিলোত্তমা? তাই পর্দায় তুলে ধরবে “কলকাতা চলন্তিকায়”।
সম্প্রতি মুক্তি পেয়েছে পাভেল নির্মিত “কলকাতা চলন্তিকায়” ছবির ট্রেলার। এই ছবিটির ট্রেলার ০২ মিনিট ১০ সেকেন্ডের। ট্রেলারাই ফুটে উঠেছে ছবির বেশ কিছু ঝলক। ট্রেলারে দেখানো হয়েছে সংসার, চাকরি-বাকরি, দৈনন্দিন লড়াই, পুনরায় নির্মীয়মান পোস্তা উড়ালপুল, আর ফুটে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন যাপনের বেশ কিছু অংশ। এই ট্রেলার মুক্তি পাওয়ার পর মানুষের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে।
সমগ্র ছবিটিতে তিন দিনে সম্পূর্ণ গল্পটি দেখানো হবে। প্রথম দিনে দেখানো হবে তিলোত্তমার নিজের ছন্দে ছুটে চলার ব্যস্ততা। দ্বিতীয় দিনে দেখানো হবে, সেই ব্যস্ততার পথে ভেঙে পড়ল ফ্লাইওভার। উলটপালট হয়ে গেল সমস্ত কিছু। আর তৃতীয় দিনে দেখানো হবে, পুনরায় ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসাকে।
এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, ইশা সাহা এবং সৌরভ দাস। ছবির পোস্টারেও এদের দুজনকে দেখতে পাওয়া যায়। এছাড়াও আরো পরিচিত মুখ দেখতে পাওয়া যাবে ছবিতে। কাজ করেছেন অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটির ব্যানার নির্মাণ করছেন, বাবা ভূতনাথ ইন্টারটেনমেন্ট। আগামী ২৫শে আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে “কলকাতা চলন্তিকায়”।