সিনেমা

শেষ ছবি পঞ্চভূজের জন্য পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়! আবেগে আপ্লুত হয়ে চোখের কোণে জল মেয়ে ও স্ত্রীর

বাংলা সিনেমার একজন প্রতিভাবান ও জনপ্রিয় তারকা অভিষেক চট্টোপাধ্যায় গত মাসের ২৪ মার্চ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পারলৌকিক ক্রিয়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিন্তু এখনও তিনি পরিবার তথা ভক্তদের মধ্যে একই ভাবে বিদ্যমান। স্বামীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েছিলেন স্ত্রী সংযুক্তা , মেয়ে ডল। স্বামীর পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরেই মেয়েকে নিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তার মাঝেই শনিবার অভিনেতার করে যাওয়া শেষ ছবি, ‘পঞ্চভূজ’ এর ছবির ট্রেলার ও গান লঞ্চ করেছে নন্দনে। যেখানে মৃত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় কে সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অভিনেতার স্ত্রী ও কন্যা ছাড়াও উপস্থিত হয়েছিলেন পর্দার মেয়ে তৃণা সাহা এবং সহকর্মী দুলাল লাহিড়ী।

আরও পড়ুন: “বাবা উপস্থিত নেই বলে একা মায়ের সন্তানেরা এভাবেই বছর বছর চেষ্টা করে যাবে? “- মেয়ে অন্বেষাকে স্কুলে ভর্তির প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী তথা সিঙ্গেল মাদার স্বস্তিকা মুখোপাধ্যায় – এর

রানা বন্দোপাধ্যায় ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন। পঞ্চভূজ ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে তবে এইদিন পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। টিম পঞ্চভূজের পক্ষ থেকে স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনার সাথে পুরস্কার মঞ্চে তুলে দেওয়া হলো। এইদিন মঞ্চে পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগে চোখে জল এসেছে সংযুক্তার। তিনি মঞ্চে স্বীকার করেছেন, অভিনেতা চলে যাওয়ার পর থেকে প্রতিটা দিন ভক্তদের এভাবে পাশে থেকে, মেয়ে ডল কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে। প্রয়াত অভিনেতার অনুরাগীদের প্রতি তিনি এই বার্তাই দিতে চেয়েছেন এইদিন মঞ্চ থেকে।

ওইদিন তিনি পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন, যেখানে তিনি সমস্ত দর্শকের সামনে স্বর্গীয় অভিনেতার পুরস্কার প্রাপ্তির কথা লিখেছেন তার সাথে সাথে সবাইকে তিনি জানাতে চেয়েছেন তিনি যা পদক্ষেপ নিচ্ছেন সবটাই প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর নির্দেশেই যেনো সবটা করে ফেলছেন।

আরও পড়ুন: ছবির সাথে সাথে প্রচারেও অভিনবত্বের ছোঁয়া! সাতসকালে ‘কিসমিস’এর গোটা টিম নিয়ে মেট্রো সফর করে প্রচার চালালেন অভিনেতা দেব

সবথেকে অবাক হয়ে যাওয়ার বিষয় হলো, অভিনেতার শেষ ছবির প্রতিটি সংলাপের সাথে অদ্ভুত ভাবে জীবনের পরিণতি যেনো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কোথাও। যেখানে সংলাপে বলা কথাতে ছিল,” মৃত্যুর কাছে সমপর্ণ করা কি বাঞ্ছনীয়”? যেখানে অভিনেতা উত্তর দিয়েছিলেন, “মৃত্যু তো অনিবার্য, তাকে মেনে নিতে বাধা কোথায়? ” স্ত্রী সংযুক্তার এই প্রসঙ্গে মন্তব্য, প্রতিটা সংলাপ যেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে, যেনো তিনি আগে থেকেই অবগত হয়ে গিয়েছিলেন মৃত্যু যে খুব একটা দূরে নেই, নিজের পরিণতি সম্পর্কে। খবর অনুযায়ী সামনের মাসেই মুক্তি পেতে চলেছে নতুন ছবি। প্রয়াত অভিনেতার স্মৃতির অন্তরালে ফেল ডুব দেবে অনুরাগীরা।

Related Articles

Back to top button