বঙ্কিমচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে পর্দায় আসতে চলেছে বড়ো চমক! কেভি বিজয়েন্দ্র প্রসাদের লেখনীতে ‘আনন্দমঠ’ – এর অনুকরণে হিন্দি ছবি , ‘ ১৭৭০- এক সংগ্রাম’

পূর্বেও বহু বার বইয়ের সাহিত্য কার্য স্থান পেয়েছে বড়ো পর্দায় চিত্রনাট্য রূপে। তবে এবার হিন্দি ছবির জগতে একাধারে সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক সত্তরের দশকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে দক্ষিণী ছোঁয়ায় এক অপূর্ব মিশ্রণ তুলে ধরা হতে চলেছে। বঙ্গদর্শন পত্রিকায় ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ। ‘ এবার সেই সাহিত্যকর্মের আদলে দক্ষিণী ছোঁয়া দিয়ে হিন্দি জগতে এক অন্য স্বাদের ছবির প্রবেশ ঘটতে চলেছে।
দক্ষিণী ছোঁয়ার কথা বলতে বোঝানো হয়েছে ছবির দায়িত্ব পেয়েছেন রাজামৌলির পরিবার। ফলে সিনেমার আয়োজনের মধ্যে যে বেশ আরম্বড়তা পরিলক্ষিত হবে বলাই যায়। বঙ্কিমচন্দ্র এর ১২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রযোজক রামকমল মুখোপাধ্যায়, সুরজ শর্মা ও সুজয় কুট্টি ছবি সম্পর্কে বড়সড় ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই। আনন্দমঠ এর অনুকরণে হিন্দি ছবি, ‘১৭৭০ এক সংগ্রাম’।
বড়ো পর্দায় এমন থিমের ওপরে এই প্রথম ছবি আসতে চলেছে এই খবর তো দর্শকদের জন্য একটি বড়ো চমক বলাই যায় তবে আরও চমক অপেক্ষা করছে ছবির চিত্রনাট্য লিখবেন বিখ্যাত লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ। যাঁকে এক কথায় সবাই চেনেন, তাঁর লেখনীতে মগধীরা, আরআরআর আরও বহু ছবি বক্স অফিস কাঁপিয়েছে। পরিচালক রাজামৌলির বাবা তিনি। এই ছবির চিত্রনাট্য লেখার বিষয়ে তিনি খুব খুশি হয়েছেন।
তিনি জানিয়েছেন, ছবির সম্পর্কে তিনি যখন প্রথম জানতে পারেন তিনি খুব অবাক হয়ে গিয়েছিলেন, যদিও তিনি বহুদিন পূর্বে বইটি পড়েছিলেন তাঁর মনে হয়েছিল বর্তমান প্রজন্ম এই ছবির সাথে খুব একটা নিজেদের আকর্ষণ বোধ করতে পারবেনা কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন ছবি নিয়ে রামকমল অত্যন্ত উচ্চাকাঙ্খী তাই তিনি চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে ছবিটি লেখার দায়িত্ব নিয়েছেন।
জানা গিয়েছে, তিনটি ভাষা তামিল, তেলেগু ও হিন্দিতে ছবি মুক্তি পাবে তবে বাংলাতে মুক্তি পাবে নাকি সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। বাংলাতে ছবির কিছু অংশের শুটিং হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে ছবির কাজ যেখানে তৎকালীন সময়ের আর্থ সামাজিক পরিস্থিতি থেকে শুরু করে যাবতীয় বিষয় দর্শকদের সামনে তুলে ধরা হবে।