‘কিশমিশ’ টিমের সাথে দাদাগিরির মঞ্চে হাজির হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্ত্তী, মঞ্চে দেবের সাথে মাতলেন মিষ্টি দুষ্টুমিতে

বাংলা, হিন্দি, মালায়ালম-সহ অনেক ভাষায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। সত্যজিৎ রায় , তরুণ মজুমদার, হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে শুরু করে এখন সময় পর্যন্ত সমস্ত পরিচালকের সাথে তিনি অত্যন্ত সাবলীলভাবে কাজ করে গিয়েছেন দীর্ঘ এত বছর ধরে। সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার সবার সাথে একসাথে পর্দায় কাজ করেছেন অভিনেত্রী। ১৯৫৮ সাল। পরিচালক কণক মুখোপাধ্যায় তখন ‘ভানু পেল লটারি’ ছবিটি তৈরি করছেন। সেই ছবিতে ছোট্ট এক রোলে কাজ পেলেন লিলি। অল্প কাজ। কিন্তু কঠিন কাজ ছিল সেইসময়। তাঁর আত্মজীবনী ‘আমি লিলি’তে নিজের কেরিয়ার, না পাওয়া, দাম্পত্য-সংসার সব নিয়েই খোলামেলা আলোচনা করেছেন প্রবীণ অভিনেত্রী।দীর্ঘ এত বছর ধরে তিনি বর্তমান প্রজন্ম পর্যন্ত আনন্দ দিয়ে চলেছেন।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স- এর নতুন ছবি ‘কিশমিশ ‘ সম্প্রতি মুক্তি পেয়েছে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে ছবির টিমকে। এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে একেবারে ফুল টিম সহযোগে মঞ্চে হাজির হয়েছিল কিশমিশ ছবির সবাই। রাহুল মুখোপাধ্যায় আছেন ছবির পরিচালনার দায়িত্বে। মঞ্চে হাজির হয়েছিলেন, দেব,রুক্মিণী, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্ত্তী। মঞ্চে তাঁর সাথে অভিনেতা দেবকে মিষ্টি দুষ্টুমিতে মেতে উঠতে দেখতে পাওয়া যাবে। ১৯৫৮ সাল থেকে এত বছর পর্যন্ত দর্শকদের অভিনেত্রী লিলি চক্রবর্ত্তী দিয়েছেন দারুন দারুন সব চরিত্র উপহার হিসেবে। এবার দাদাগিরির মঞ্চে কেমন পারফরম্যান্স দেখালেন তিনি তারই একটি প্রোমো ভিডিও সামনে এসেছে।
আরও পড়ুন: ৫৯ বয়সে এসেও ছেলের মতই ফিট বুম্বাদা! পিছনের রহস্য ফাঁস করলেন নিজেই
প্রথমেই দেখা গিয়েছে দাদা সৌরভ গাঙ্গুলি অভিনেত্রীকে বলেছেন তিনি দীর্ঘ ৬২ বছর ধরে ছবির সাথে যুক্ত রয়েছে তার শুরুটা কি দিয়ে হয়েছিল। অভিনেত্রী লিলি চক্রবর্তী জানিয়েছেন, প্রথম, ভানু পেলো লটারি এই ছবিতে ছোট একটি রোল দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়। তারপরেই কিশমিশ ছবির প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান ছবিতে তিনি টিনটিন অর্থাৎ দেবের পিসি ঠাম্মি। তারপরেই স্ক্রিনে একটি গানের কিছু অংশ ভেসে ওঠে, যে ভিডিওটি দেখিয়ে দাদা প্রশ্ন করেন, ছবির নাম, পরিচালকের নাম এবং গানের গলা কার , এই তিনটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি জানতে চাওয়া হয়। লিলি চক্রবর্তী কিছুটা সংশয়ের সাথে পরিচালকের নাম তরুন মজুমদার বলেছিলেন কিন্তু সঠিক নয়।
তারপরেই না পারলে খেলার নিয়ম অনুযাযী ফিল্প করেছিলেন তিনি তখন প্রশ্নের উত্তর দেন খরাজ ব্যানার্জী। তিনি ছবির নাম জানিয়ে দেন, হারমোনিয়াম এবং গানের গলা মান্না দে , যা ছিল একেবারে সঠিক উত্তর। তারপরেই একটি গান শুনিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তারপরেই উল্টো দিক থেকে দেবের সাথে দুষ্টুমিতে মেতে উঠতে দেখা যায়। গানের গলা কার এই প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য দেব রীতিমতো ইশারা করতে থাকে। যদিও প্রশ্নের উত্তর ঠিকই বলেছিলেন। তারপরেই রুক্মিণী র উত্তরের পালা এলে সেখানেও দেব কে দেখা যায় রুক্মিণী একেবারে কানে কানে গিয়ে উত্তর বলে দিতে । এভাবেই কিশমিশ টিম দাদাগিরির মঞ্চ একেবারে মাতিয়ে তুলেছিল।