বলিউড তার পারিশ্রমিক দিতে পারবে না! জানেন তেলুগু সুপারস্টারের পারিশ্রমিক কত?

বলিউড সিনেমায় পা দেওয়ার স্বপ্ন থাকে প্রত্যেকের। যে কোনো তারকাই চান বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে। কারো সেই স্বপ্ন পূরণ হয়, কারোর হয় না।কিন্তু এমন কিছু কিছু তারকা থাকেন, যারা বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হেলায় হারান। সুযোগ পেলেও যারা বলিউডে যেতে চান না। ঠিক তেমনি একজন সুপারস্টার হলেন মহেশ বাবু। দক্ষিণী ছবির এই সুপারস্টার বলিউডের অনেক জনপ্রিয় সিনেমার অফার হেলায় হারিয়েছেন। তিনি বলিউডে কাজ করতে চাননি বলেই সেই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আরও পড়ুন: লোকে যা খুশি লেখুক আমরা পড়েই দেখি না! নেট মাধ্যমে বক্তব্য নিয়ে মাথা ঘামাতে নারাজ রাজ শুভশ্রী!
দীর্ঘ সময় ধরেই গুঞ্জন উঠেছিল যে তেলেগু সুপারস্টার মহেশ বাবু এইবার বলিউডের ছবিতে পা রাখতে চলেছেন। এই নিয়ে যখন উৎসাহিত হয়ে উঠেছেন অনুরাগীদের দল, তখনই কার্যত বোমা ফাটালেন দক্ষিণের এই সুপারস্টার। বলিউডে প্রবেশের জল্পনা তিনি ফুৎকারে উড়িয়ে দিলেন। বলিউডে প্রবেশের বিষয়ে যে তার কোনোরকম ভাবনা চিন্তা নেই সেই কথা বলার পাশাপাশি রীতিমতো বলিউড ইন্ডাস্ট্রির ক্ষমতার উপর প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছেন দক্ষিণী এই স্টার।
বলিউডে প্রবেশের যাবতীয় জল্পনা কে উড়িয়ে মহেশ বাবু একটি সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি বেশ অনেকগুলো হিন্দি ছবির অফার পেয়েছেন তিনি, কিন্তু তিনি সেই অফারগুলি গ্রহণ করেননি। অভিনেতার কথায়,“আমার মনে হয় না যে আর্থিক ভাবে তারা আমার খরচ বহন করতে পারবে। যে স্টারডম ও সম্মান আমি দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি সেটা বিশাল। তাই এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না।” আসলে দক্ষিণের ইন্ডাস্ট্রিতেই থাকতে চান তিনি। অন্য কোন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা তার কাছে শুধুই সময় নষ্ট। তিনি নানা নতুন নতুন ছবির পরিকল্পনা করেন সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলেই তার মনে হয় স্বপ্নগুলো সত্যি হচ্ছে আর তিনি যে সফলতা পাচ্ছেন তাতেই তিনি খুশি।
স্বাভাবিকভাবেই অভিনেতার এই কথা বলায়, প্রশ্ন ওঠে মহেশ বাবু তাহলে কত টাকা পারিশ্রমিক নেন একটা ছবি পিছু? ইন্ডাস্ট্রির সূত্রে পাওয়া খবর অনুযায়ী এক একটা ছবিতে কাজ করবার জন্য তিনি ৪০ কোটি টাকা নিয়ে থাকেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ কয়েক দিন ধরেই দক্ষিণী ছবি ও বলিউডের তারকাদের মধ্যে ভাষা নিয়ে যে বিবাদ চলছিল সম্প্রতি সেই বিবাদে রীতিমতো ঘি ঢালে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বক্তব্য। এই পরিস্থিতিতে তার বক্তব্য যেন ছোটখাট এক বিস্ফোরণ। বলিউডকে ছোট করার প্রসঙ্গে সকলে মহেশ বাবুর এই বক্তব্যটিকে নিয়ে কাটাছেঁড়া করতে শুরু করলে বুধবার তার টিমের তরফ থেকে একটি প্রেস রিলিজ করে বলে যে, তিনি কোনোভাবেই বলিউডকে ছোট করতে চাননি। তিনি সব ভাষাকেই সম্মান করেন। তবে মহেশ বাবুর তরফ থেকে বলা এই কথায় চিঁড়ে ভেজে নি,তার কথা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। বিশেষত বলিউড ইন্ডাস্ট্রির মানুষরা এই কথায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন!