মা-মাসির সোহাগ – শাসনের অসাধারণ যুগলবন্দী, এবার মৈনাক ভৌমিকের পরিচালনায়, মাসি, মিমি চক্রবর্তী কি মন কেড়ে নিতে পারবে দর্শকের!

চিরকাল বাংলায় একটি চলতি কথা আমরা ঘরে বাইরে প্রায় সবাই শুনে থাকবো, মায়ের থেকে ভালোবাসার বহর একটু বেশি হলেই বলা হয়ে থাকে, ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি?’ এর মাধ্যমে মায়ের ভালোবাসার দিকটি প্রসারিত ভাবে তুলে ধরার চেষ্টা করা যায়। মায়ের জায়গা যে আর কেউ পূরণ করতে পারেনা সেদিকেই ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। এবার প্রথম পর্দায় মা মাসির সম্পর্কের সমীকরণের এই দিকটিকে নিয়ে মৈনাক ভৌমিকের পরিচালনায় একেবারে নতুন থিমের ওপরে আসতে চলেছে ছবি।
আরও পড়ুন: রাজামৌলির ছবি ‘আরআরআর’, কে ছাপিয়ে রেকর্ড গড়লো কোন ছবি! রইলো সেই রহস্যের উন্মোচন
গরমের ছুটির শ্রেষ্ঠ উপহার স্বরূপ বাংলা সিনেমার পর্দায় মা মাসির আদর শাসনের সংমিশ্রণে , সেইসাথে ঠাকুমা , দিদিমার প্রশ্রয়ে পর্দায় আসতে চলেছে ,’ মিনি। ‘ ইতিমধ্যেই দর্শকরা ছবিতে কে কে অভিনয় করছেন তার সাথে সাথে ছবির এক ঝলক দেখার সুযোগ মিলেছে। তবে গত শুক্রবার দক্ষিণ কলকাতার অন্তর্গত একটি মলে প্রথম ছবির প্রকাশ্যে পোস্টার দেখা গিয়েছে। ছবি নিয়ে যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
ছবির দুই প্রধান চরিত্র অর্থাৎ, মাসি- বোনঝি এর চরিত্রে পর্দায় অভিনয় করছেন, মিমি চক্রবর্তী, অয়ন্না চট্টোপাধ্যায়। মাসী বোনঝির মন মাতানো রসায়নের ধাঁচে বানানো হয়েছে ছবির প্রেক্ষাপট। ছবিতে আরও যাঁরা অভিনয়ে রয়েছেন তাঁরা হলেন, কমলিনী বন্দ্যোপাধ্যায়, রুদ্রজিৎ মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, গানের দিকে রয়েছেন, স্যাভি, রণজয় ভট্টাচার্য ও মৈনাক মজুমদার। সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, সায়নী মজুমদার, সুনিধি নায়েক ছবির গানে গলা শোনা যাবে।
ছবির ছোট ছোট দৃশ্যের মাধ্যমে বেশ বোঝা যাচ্ছে ছবিতে মাসী – বোনঝি খুনসুটিতে একেবারে একশোয় একশো পেয়েছে। অভিনয় করতে করতে ছবিতে যেনো অয়ন্নার একেবারে মাসী ই মনে হয়েছে মিমি চক্রবর্তী কে। তবে অভিনেত্রীর কথায় পর্দায় অভিনয়ের বহু আগেই তিনি রিয়েল লাইফে মাসী হয়ে গিয়েছেন। তবে তার বোনঝি ছোট হলেও সম্পর্কের রসায়নটাতো একেবারে বদলে যায়না।
ছবির ছোট ছোট দৃশ্যাবলী তে, দেখা গিয়েছে বোনঝির জন্য মাসী ম্যাগি বানিয়ে পুড়িয়ে ফেলে মুখভার করে বসে থাকে, আবার মাসির প্রথম ডেটে বোনঝি একেবারে বন্ধুর মত সব পরামর্শ দিতে থাকে। এভাবেই ‘মিনি ‘ এগিয়ে চলেছে ঘটনাবলীর সমাহার নিয়ে। তবে বাস্তবে মায়ের থেকে মাসির দরদের বিষয়টি পরিচালকের অজানা থাকলেও তিনি এই ছবিতে যেখানে মায়ের কাছে সন্তানের প্রতি শাসনের ভাগটাই অধিক হয় সেখানে মাসির সাথে সম্পর্কের অন্য দিকটি উন্মোচন করার চেষ্টা করেছেন। সিনেমার বাকি ঘটনা জানতে হলে অবশ্যই ৬ মে হাজির থাকতে হবে সিনেমা হলে!