সিনেমা

‘আমার বায়োপিক বানাতে হবে না বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে তার প্রচার করুন’! নেতিবাচকতা রুখতে ফিল্ম কমিটিকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। বিরোধী দলনেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হ‌ওয়া অবধি সমস্ত ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা প্রশ্নাতীত। বাংলার অগ্নিকন্যা তিনি। তার জীবন কাহিনী, রাস্তা থেকে লড়াই করে উঠে তার রাজনৈতিক হওয়ার কাহিনী, দলনেত্রী থেকে পশ্চিমবঙ্গের সর্বেসর্বা হওয়ার কাহিনী ভীষণ জনপ্রিয়। এই নিয়ে বহুদিন আগে বড় পর্দায় একটি ছবি তৈরি হয়েছিল। সেই ছবিতে শতাব্দী রায় ছিলেন মুখ্য ভূমিকায়। তবে সেই ছবি মমতার হৃদয়কে স্পর্শ করতে পারেনি। তিনি কোনদিনই নিজের বায়োপিক তৈরি হোক এটা চান নি।

যতবার‌ই নিজের ছবি তৈরীর প্রসঙ্গ উঠেছে ততবারই তার বিরোধিতা করেছেন মমতা। তিনি বারংবার বলেছেন ভালো কাজের প্রচার হোক ফিল্মের মাধ্যমে। তার বায়োপিক তৈরি করতে হবে না। গত শুক্রবার পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন ফিল্ম পরিচালক গৌতম ঘোষ। এইদিন মমতা তাকে অনুরোধ করেন যে, বাংলার বিভিন্ন প্রকল্পের জন্য ভালো ফিল্ম বানাতে অথবা তিন মাস বা ছয় মাসের স্লটে টিভি অনুষ্ঠান করতে যার মাধ্যমে বাংলার বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষ জানতে পারেন।

এমনকি মমতা এই অনুষ্ঠানের কি নাম হতে পারেন তাও সাজেস্ট করেন। তিনি বলেন, ‘বাংলাকে জানুন বা এই ধরনের কিছু নাম দিয়ে কাজ শুরু করতে’। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই পরামর্শ দিচ্ছেন তখন তার পাশ থেকে বোর্ডের এক সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেন তার বায়োপিক তৈরি করবার কথা মাননীয়া তখন বলেন, তিনি তার বায়োপিক চান না। তিনি চান বাংলার ভালোর জন্য কোন অনুষ্ঠান করা হোক। বাংলায় কী কী ভালো ভালো কাজ হচ্ছে তার প্রচার হোক।

Related Articles

Back to top button