সাম্প্রদায়িক অস্থিরতার মাঝে সম্প্রীতির বার্তা! মনোজ বাজপেয়ীর কবিতা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

যুগে যুগে বড়ো বড়ো কবিরা তাঁদের লেখনীর মাধ্যমে আবার কখনো বড়ো বড়ো মহাপুরুষরা তাঁদের বানীর মাধ্যমে পৃথিবীর বুকে সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি এইসবের পরিবর্তে শান্তির বার্তা দিয়ে গিয়েছেন। বর্তমানে এই পরিস্থিতিতে যেখানে দেশের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে দিনের পর দিন ধরে সেই জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই অশান্তির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইসময় মনোজ বাজপেয়ীর কবিতা ‘ভগবান অউর খুদা’ এর মাধ্যমে যেনো সেই শান্তির বাণী ফের আমাদের মনে করিয়ে দিয়েছে। তবে কবিতার রচয়িতা মনোজ বাজপেয়ী নন।
কবিতাটি মিলাপ জাফরি তাঁর নিজের চিন্তন ও সেই ভাবনাকে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমাজের কাছে তুলে ধরতে কলম ধরেছিলেন। অন্যদিকে সমাজের মানুষদের কাছে এই সম্প্রীতির বার্তা যাতে পৌঁছে যায় সেই লক্ষ্যে মনোজ বাজপেয়ী নিজের থেকে উদ্যোগ গ্রহণ করে কবিতা পাঠ করেছেন। জানা গিয়েছে, ২০২০ সালে করোনা আবহ যখন দেশে ভয়াবহ আকার নিচ্ছে তখন মনোজ বাজপেয়ী ‘ভগবান অউর খুদা’ কবিতাটি পাঠ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে দেশে যখন আবার সাম্প্রদায়িক হিংসা , মারামারি, দাঙ্গা মাথা চাড়া দিয়ে উঠেছে সেইসময় সোশ্যাল মিডিয়ায় আবার উঠে এলো সেই কবিতার প্রসঙ্গ।
মাত্র ২ মিনিটের এই কবিতার মাধ্যমে যে বার্তা সমাজের জন্য দেওয়া হয়েছে সেটি হলো, “ভগবান আর আল্লা একে-অপরের সঙ্গে কথা বলছিলেন। মন্দির আর মসজিদের মাঝামাঝি রাস্তায় সাক্ষাৎ করছিলেন, প্রার্থনার জন্য করজোরেই হোক কিংবা দুয়ার জন্য হাত উঠুক, তাতে কোনও পার্থক্য নেই।” মিলাপ জাফরি এই কবিতা ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মধ্যপ্রদেশ, গুজরাট , দিল্লি যখন এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে সেই সময় নেটবাসীরা এই কবিতা কেই অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সম্প্রীতি বজায় রাখার জন্য।
এই প্রসঙ্গে আরও উঠে আসে যে এই কবিতার রচয়িতা অর্থাৎ মিলাপ জাফরি আগে সত্যমেব জয়তে, মরজাভা, সত্যমেব জয়তে ২ এর মত ছবিও পরিচালনা করেছিলেন। লকডাউনের সময়কালে মানুষের এক মানবিক রূপের যে প্রকাশ হয়েছিল তা দেখেই তিনি এই কবিতা লেখার জন্য কলম ধরেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই কবিতা যে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার পেছনে তিনি মনোজ বাজপেয়ী কে দায়ী করেছেন। তাঁর মাধ্যমেই এই কবিতা এক নতুন রূপ পেয়েছে।
#BhagwanAurKhuda written and conceptualised by me in 2020 and performed so brilliantly by the legendary @BajpayeeManoj whose presence, performance, narration still gives me goosebumps. An important message for our nation. For all Indians and all humans🙏 @TSeries pic.twitter.com/b23NuGjo6C
— Milap (@MassZaveri) April 19, 2022