দূরত্ব ভুলে ফের কাছে এলেন দেব-মিমি, প্রেমের কথা বলবেন মধ্যপ্রদেশে

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই মুখ দেব ও মিমি। দেশ এবং দেশের বাইরেও অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে এই দুই তারকার। তারা প্রত্যেকেই এই দুই তারকাকে একসাথে জুটি বেঁধে রুপোলি পর্দায় দেখতে চান, তাদের মনের ইচ্ছা পূরণ করতেই আবারও একসাথে জুটি বাঁধতে চলেছেন দেব আর মিমি। ২০১৪ তে দেব মিমি প্রথমবার জুটি বেঁধে ‘যোদ্ধা দ্য ওয়ারিয়র’ সিনেমা করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। এরপরের বছরও এই দুই জুটিকে একসাথে দেখা গিয়েছিল ‘শুধু তোমারই জন্য’ সিনেমাতে। তারপর দীর্ঘ কয়েক বছর এদের আর একসাথে কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায় নি। সম্প্রতি আবার এই দুই তারকার জুটি বাঁধার খবর শুনে আশায় দিন গুনছেন অনুরাগী মহল।
আরও পড়ুন: বিয়ের পাঁচ দিন পরেই সিঁদুর মুছে কটাক্ষের শিকার নববধূ আলিয়া
২০০৬ সালে ‘অগ্নিশপথ’ ছবির মধ্য দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটেছিলো দেবের আর বড় পর্দায় মিমির শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মধ্য দিয়ে। যদিও এর অনেক আগেই ছোটপর্দায় ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে চরিত্রের মধ্য দিয়েই প্রথম রুপোলি পর্দার জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর একের পর এক সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করে দেব আর মিমি টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন। স্বাভাবিকভাবেই ভক্তরা এই দুটি জুটিকে একসাথে দেখার জন্য অপেক্ষা করে থাকে। তাদের মুখে হাসি ফোটাতেই হৃষিকিং এবং গণেশুনি প্রযোজনা সংস্থা তাদের যৌথ উদ্যোগে তৈরি বাংলা ছবিতে নায়ক ও নায়িকা হিসেবে প্রথম বাছাই করেছেন দেব মিমিকে। ছবির নাম ‘প্রেমের কথা’। যদিও নায়ক-নায়িকা নিয়ে এখনও পাকা কথা হয়নি, তবে আগামী মাসে এই ছবি নিয়ে কলকাতাতে দেব মিমির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন এই সংস্থার প্রতিনিধিরা। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে দেবের সাথে কথা বলা হলে দেব আগ্রহ দেখিয়েছেন বলেই শোনা যাচ্ছে। এমনকি এই ছবিতে ওম সাহানির দেখা মিলতে পারে বলেও খবর রয়েছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘প্রেমের কথা’ ছবির শ্যুটিং হবে মধ্যপ্রদেশে। দেব মিমি ছাড়াও এই ছবিতে এক জোড়া নতুন মুখ থাকবে, আর সেই কারণে মধ্যপ্রদেশে বাঙালি নায়িকার খোঁজ করছেন প্রযোজকরা। ছবির গল্প দুই কলেজ পড়ুয়া প্রেম আর কাব্যকে ঘিরে। একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রেম আর কাব্য ঠিক এই সময়ে কাব্যের বিয়ে ঠিক হয় আইপিএস অফিসারের সাথে এরপর ঠিক কোন দিকে এগোবে গল্প? তাই নিয়েই এই ছবি। ছবিতে প্রেম ভালোবাসার সাথে সাথে মানসিক টানাপোড়েনকেও তুলে ধরা হয়েছে। জুন অথবা জুলাই মাসের শুরুতেই এই ছবির শ্যুটিং করতে চাইছেন প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: ১২ দিনের শিশুর জন্য দুধ পাম্প করে শ্যুটিংয়ে আসায় ট্রোলড হলেন ভারতী
উল্লেখ্য, এর আগে হইচই আনলিমিটেডে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিলো, কিন্তু শেষ মুহূর্তে এই ছবি থেকে সরে দাঁড়ান মিমি, দেবের বিপরীতে তখন এই ছবিতে কাস্ট করতে হয় কৌশানিকে। শোনা গিয়েছিল এই সময় থেকেই দেব মিমির মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, যদিও তারা প্রকাশ্যে কখনো একে অপরের বিরুদ্ধে মুখ খোলেননি। এখন অতীতের বিবাদ ভুলে ‘প্রেমের কথা’ তে দেব মিমি কাজ করেন কিনা সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।