হিন্দি ছবিতে ডেবিউর সুযোগ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! পরেশ রাওয়ালের সাথে অভিনয় দিয়ে শুরু করলেন

বাংলা ইন্ডাস্ট্রির জগতে মিমি চক্রবর্তী নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত নায়িকা হিসেবে প্রমাণ করেছেন। প্রচুর ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। তবে এবার আর বাংলা ছবিতে নয় একেবারে হিন্দি ছবি দিয়ে নিয়ে কেরিয়ারে নতুন মোড় আনতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও কিছুদিন পূর্বে কানাঘুষো শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি একটি হিন্দি ছবির ডেবিউতে কাজ করতে চলেছেন। অভিনেত্রী যে যথেষ্ট প্রতিভাবান তা তিনি প্রথম থেকে সিনেমা জগতের প্রবেশ করার পর একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে প্রমাণ করেছেন। এবার দর্শকদের জন্য একেবারে নতুন চমক আসতে চলেছে অভিনেত্রীর তরফে। হিন্দি ছবির ডেবিউর ক্ষেত্রে সুযোগ করে নিয়েছেন অভিনেত্রী।
সমস্ত জল্পনাকে সত্যি করে এবার সামনে এলো ছবির পোস্টার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত প্রথম হিন্দি ছবির ডেবিউর কাজ সম্পন্ন করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্টারে বাকি সব হিন্দিভাষী দের সাথে মিমি চক্রবর্তী কেও দেখা গিয়েছে।
‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ নামের ফিল্মটিতে মিমি চক্রবর্তী ছাড়া বাকি সবাই হিন্দিভাষী রয়েছেন। ছবিটি তৈরি করা হয়েছে উইন্ডোজ ও ভায়াকম ১৮ এর যৌথ প্রয়াসে। সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ফটো পোস্ট করা হয়েছে ভায়াকম ১৮ এর পক্ষ থেকে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিটিতে শিবপ্রসাদ, নন্দিতা, মিমি, পরেশ রাওয়ালের একত্রে একটি ছবির পোস্ট করা হয়েছে। পরেশ রাওয়ালের নাম প্রযোজনা সংস্থার তরফে পৃথক ভাবে বলা হয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছাস ইতিমধ্যেই তুঙ্গে।
‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিতে মিমি চক্রবর্তী ও পরেশ রাওয়াল ছাড়াও অভিনয় করেছেন নীনা কুলকার্নি , অম্রুতা সুভাষ , শিব পণ্ডিত প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। একটি সম্পূর্ণ পারিবারিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হতে চলেছে।২০১৭ সালে তৈরি হওয়া ছবি ‘ পোস্ত’ – র অনুকরণে একটি রিমেক হিসেবে ছবিটি তৈরি হতে চলেছে। বাংলা ছবিটিতে অভিনয় করেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরান বন্দোপাধ্যায়, মিমি, যীশু সেনগুপ্ত প্রমুখরা। হিন্দি ডেবিউ তে পোস্তর চরিত্রে অভিনয় করছে কবির পওয়া। বাংলা ছবিতে সর্বাধিক দর্শকের মন জয় করেছিল এই পোস্ত র চরিত্র , হিন্দির ক্ষেত্রে কবিরের অভিনয় কতোটা মন ছুঁতে পারে সেটাই দেখার।
আরও পড়ুন: “তুমিও কি নুসরাতের সাথে রোজা রাখবে?” ফেজ টুপিতে ছবি পোস্ট নিয়ে কটাক্ষের শিকার অভিনেতা যশ
সানু ভারগিস এই সিনেমাতে কাজ করার পূর্বে অভিজ্ঞতা অর্জন করতে ‘পোস্ত ‘ ছবিটি দেখেছিলেন। বাংলা ছবিটি দেখে কাজের পদ্ধতি সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নতুন ডেবিউ ছবির কাজ শুরু করেছিলেন। এবার দর্শক বলবে হিন্দি ডেবিউ ছবি কতোটা মন জয় করতে পারলো তাদের। ছবির রিলিজের কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে ছবিটি।
View this post on Instagram