“এটা অনেকটা ফ্যাশনের মতো, এখন যদি একটি বলিউড ছবি ভালো ব্যবসা করে তা হলে সব কথা উল্টে যাবে পুরো ব্যাপারটাই একটা ট্রেন্ড”- দক্ষিণী ছবির রমরমা বাজার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

ছবির জগতে এখন কেবল দক্ষিণী ছবির রমরমা ব্যবসা চলছে। এককথায় বলতে গেলে বলিউডের অবস্থা খুব শোচনীয় চলছে। কোণঠাসা করে দিয়েছে দক্ষিণী ছবির দাপট। একের পর এক দক্ষিণী ছবি বক্স অফিস থেকে শুরু করে মানুষের মনে বিরাট জায়গা করে নিচ্ছে অন্যদিকে তার দরুন বাজারে বিরাট ব্যবসা করে নিয়েছে।প্রতিটি ছবিই কোটি কোটি টাকার ব্যবসা করেছে। পুষ্পা: দ্য রাইজ’ , আরআরআর, কেজিএফ চ্যাপ্টার ২ এর মত ছবিগুলি যেনো ধামাকা দিচ্ছে একের পর এক। ফলে এক মহল থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে শুরু করেছে তাহলে কি বলিউড জগতের দিন ফুরিয়ে এলো? হিন্দি ছবির জগৎ কি এবার প্রতিযোগিতা থেকে একেবারে পিছিয়ে পড়বে?
আরও পড়ুন: KGF Chapter 3 কি তবে আসছে? দুই সপ্তাহে KGF 2-র ১০০০ কোটি ব্যবসার পর সেই দিকেই জোরালো হচ্ছে ইঙ্গিত
একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বলিউড জগতে যিনি কাজ করে চলেছেন বিগত দু দশক ধরে , নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁকে সম্প্রতি হিন্দি ছবির ভবিষ্যত নিয়ে এমনি একটি প্রশ্ন করা হয়েছিল। যেখানে তিনি এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিনেতার মতে, “একটা ছবি বক্স অফিসে সফল হলে সকলেই সেই ছবিটির অতিরিক্ত প্রশংসা করেন। আবার একই ভাবে একটি ছবি যদি বক্স অফিসে ভালো ব্যবসা না করতে পারে তা হলে তা হলে দর্শক তারও অতিরিক্ত নিন্দা করেন।” এই বিষয়ে তিনি তাঁর নিজের মত ব্যক্ত করেছেন।
অভিনেতা দীর্ঘদিন বলিউড জগতে কাজ করার কারণে তাঁর অভিজ্ঞতা থেকে আরও জানিয়েছেন, “এটা অনেকটা ফ্যাশনের মতো। এখন যদি একটি বলিউড ছবি ভালো ব্যবসা করে তা হলে সব কথা উল্টে যাবে পুরো ব্যাপারটাই একটা ট্রেন্ড।”অর্থাৎ তাঁর মতে এই সম্পূর্ণ বিষয়টাই বর্তমানে দিনের পরিপ্রেক্ষিতে হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত হুজুগে। অভিনেতা এই হিন্দি ছবির দশকে প্রায় দু দশকের অধিক সময় কাটিয়ে ফেলেছেন। জুনিয়র আর্টিস্ট হিসেবে তিনি নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে ধীরে ধীরে অভিনেতা তাঁর কাজ দিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে নিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন। ব্ল্যাক ফ্রাইডে’, ‘নিউ ইয়র্ক’, ‘কহানি’, এবং ‘গ্যাংস অব ওয়াসেপুর’ এইসব ছবিগুলির দ্বারা তিনি খ্যাতি অর্জন করেছেন।
নওয়াজউদ্দিনদকে সম্প্রতি হিরোপন্তি ২ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে। একই সাথে অভিনেতা অভিনেত্রীর সাথে তাঁকেও প্রচারে দেখা গিয়েছে। তবে অভিনেতা কে নিয়ে দর্শকদের আগে থেকে একটা প্রত্যাশা ছিল কিন্তু ছবি মুক্তির পর অভিনেতার সংলাপ, অভিনয় সব নিয়েই রীতিমতো প্রশ্ন উঠেছে। দু দিনে ছবি ব্যবসা করেছে মাত্র ১২.৫০ কোটি টাকার। হিরোপন্তি র প্রথম ছবির মাধ্যমে ২০১৪ সালে প্রথম টাইগার আত্ম প্রকাশ করেছিল সেই ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল তবে ছবির দ্বিতীয় ভাগ একেবারে ভালো বাজার করতে পারেনি।