সিনেমা

‘শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট করবেন না!’ আমির-করিনার পুরনো মন্তব্যের জেরে দেশজুড়ে বয়কটের ডাক ‘লাল সিং চাড্ডা’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্টার কিডদের এক রকম ভাবে বয়কট‌ই করেছিলো নেটিজেনরা। বিগত দুই বছর ধরে বলিউডের একাধিক ছবি জনগণের তীব্র রোষের মুখে পড়েছিলো। আসলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে নেপোটিজম বিতর্ক উঠে আসায় স্টার কিডদের উপর সবার নিশানা ছিলো। তাই আট থেকে আশি সকলেই নেপোটিজমের বিরুদ্ধে সরব হয়েছিলো। তা বলে যে আমির খানের ছবি বয়কট করা হবে তা কেউ ভাবতে পারেননি। সম্প্রতি তাই ঘটল।

আরও পড়ুন: কোয়েলের পর তারকা সাংসদ দেবের সুরেলা গান! ভাইরাল গানের ভিডিও দেখে কাঁদবেন না হাসবেন ঠিক করুন আপনি!

‘থ্রি ইডিয়েটস’এর হিট জুটি আবারও ফিরে এসেছে ‘লাল সিং চাড্ডা’তে। রবিবার প্রকাশিত হয়েছে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রোমো‌। এই ছবিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খান সহ রয়েছেন কারিনা কাপুর। সবাই ভেবেছিল থ্রি ইডিয়েটস এর পর এই জুটির আবার ফেরত আশায় খুশি হবেন দর্শক, হলমুখী হবেন তারা। কিন্তু ফল ফললো উল্টো! ট্রেলার লঞ্চ এর ৪৮ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে এই ছবিটিকে বয়কট করার ডাক দিতে শুরু করলেন জনগণ! বয়কট এর তালিকা থেকে বাদ গেলেন না আমির খান‌ও। কিন্তু কী কারণে মিস্টার পারফেকশনিস্টের ছবি বয়কটের ডাক দেওয়া হল?

প্রসঙ্গত উল্লেখ্য ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। নেটিজেনদের একাংশ আমিরের পুরনো মন্তব্যকে টেনে এনে বয়কট করেছে তার ছবি। ক্ষোভ উগরে দিয়েছে নিজেদের। আমিরের একটি পুরনো মন্তব্য, “ভারত দিনদিন অসুস্থ হয়ে পড়ছে আর বসবাসের উপযোগী নয় এই দেশ।” এমনকি তার স্ত্রী ভারত ছেড়ে চলে যাওয়ার দাবি তুলেছেন এই ধরনের অপমানজনক কথা বার্তা প্রকাশ্যে চলে আসায় দেশের জনগণ আমির অভিনীত লাল সিং চাড্ডাকে বয়কট করার ডাক দিয়েছেন।

আরও পড়ুন: পাঞ্জাবি গায়ক সিধুর মত আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারের ফোন এসেছিলো অরিজিতের কাছেও! ৫ কোটির বদলে যা করেছিলেন গায়ক!

শিবরাত্রি প্রসঙ্গে আমির একবার বলে ছিলেন,“শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত।” সেই প্রসঙ্গ টেনে জনগণ বলছেন, “টাকা খরচ করে এইসব অভিনেতা-অভিনেত্রীদের ছবি না দেখে বরং সেই টাকায় দরিদ্র বাচ্চাদের খাওয়ান, বই পড়ুন কিন্তু এদের ছবি দেখে দেশটাকে নষ্ট করবেন না আর্জি নেটিজেনদের।” একইভাবে করিনা কাপুর একবার বলেছিলেন,“ পছন্দ না হলে ছবি দেখবেন না, কেউ জোর করবে না”- এই প্রসঙ্গেকেও তুলে আনছেন নেটিজেনরা। তাদের এই মন্তব্যকে কোড করেই তাদের ছবি কে বয়কট করার কথা বলা হচ্ছে।

Related Articles

Back to top button