‘আগামী দিনে সব ছবিকেই বয়কট করা হবে’ ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর লক্ষ্মী ছেলে বয়কট প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন রাজ চক্রবর্তী!

চারিদিকে তাকালেই চোখে পড়ে বয়কটের হাওয়া। টলিউড বলিউড সব জায়গায় ছবি বয়কট হচ্ছে। সুপারস্টারই হোক বা সাধারণ অভিনেতা সবারই ছবি বয়কট করা হচ্ছে। কিছুদিন আগে রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’ বয়কট করার ডাক উঠেছিলো সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বলতে শুরু করেছিলন, এই ছবি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত সৃষ্টি করছে তাই এই ছবি বয়কট করতে হবে। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ ও বয়কটের ডাক ওঠে। এই দুই ছবির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন নেটিজেনরা, তারা বলতে শুরু করেন, বাঙালি এখন আর বান্দেমাতরাম বলেন না, বলে বিসমিল্লাহ।
সম্প্রতি শোনা যাচ্ছে ধর্মযুদ্ধ বিসমিল্লার পর এবার বয়কটের ডাক উঠলো ‘লক্ষ্মী ছেলে’ ছবি। কোন অভিযোগে এই ছবি বয়কটের ডাক উঠলো? আসলে এই ছবির ট্রেলারে দেখানো হয়েছে ছবির কিছু ঝলক যেখানে দেখা যাচ্ছে সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত করবার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। আমির, শিবনাথ ও গায়েত্রী নামের তিন ডাক্তারি পড়ুয়া কুসংস্কারের বিরুদ্ধে এক লড়াই শুরু করেছে যেন।
এখানেই শেষ নয় শোনা যাচ্ছে ছবিটি প্রথমে সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পায়নি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ফল আপত্তি জানিয়েছিলেন। এরপর গায়ক অভিনেতা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় বিষয়টাতে হস্তক্ষেপ করেন। বাবুল যখন এই ছবিতে অভিনয় করেছিলেন তখন তিনি বিজেপির একজন সদস্য ছিলেন আর ছবি মুক্তির সময় তিনি চলে যান তৃণমূলে তাই তার জন্য এই ছবি নিয়ে বিবাদ তৈরি হতে পারে বলে একটি আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ছবি বয়কট প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলছেন, এইসব একটি বিশেষ রাজনৈতিক দলের আইটি সেল ইচ্ছা করে করাচ্ছে। যাতে তারা সব ক্ষেত্রই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর এবার লক্ষ্মী ছেলের সঙ্গে এমন হচ্ছে। আগামী দিনের সব ছবির সঙ্গেই হবে।