সিনেমা

জন্মদিনের নিশিঠেকে শ্বশুর বউমার জমিয়ে নাচ, অঙ্কুশকে বাদ দিয়ে শ্বশুরের সাথেই জমিয়ে দিলেন পার্টি ঐন্দ্রিলা!

বলি জগতের সুপারহিট শ্বশুর – বউমা জুটি অমিতাভ বচ্চন – ঐশ্বর্য রাই বচ্চন। দুজনের সম্পর্কের সমীকরণ যে বেশ গাড়ো তা প্রকাশ্যেই টের পাওয়া যায়। গত বৃহস্পতিবার তেমনই টলি জগতের শ্বশুর – বউমা জুটির মাখোমাখো সম্পর্কের রসায়ন সামনে এল। কাদের কথা বলা হচ্ছে কিছু আঁচ করতে পারছেন নাকি ? টলিউড জগতের এই নতুন ভার্সন হলো অঙ্কুশ হাজরার বাবা আর তাঁর হবু টলি অভিনেত্রী বউমা ঐন্দ্রিলা সেন। নায়িকার জন্মদিন ছিল ৩১ মার্চ। সেই উপলক্ষ্যে বেশ বড়সড় একটি গ্র্যান্ড সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছিল যেখানে নিমন্ত্রিতদের তালিকা থেকে প্রায় বাদ পড়েননি কেউই।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ – এর তীব্র প্রশংসা করলেন করন জোহর, কঙ্গনা রানাওয়াতের কানে পৌঁছলো নাকি সেসব কথা!

আর রাত বাড়ার সাথে সাথে উদযাপনের ক্ষেত্রে হই হুল্লোড় দ্বিগুণ হয়েছে। ‘চ্যালেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ’- এর তালে তুমুল নেচেছেন অভিনেতা দেব কখনও আবার ‘যতই বল আমায় বোকা ভোলা’ এই গানের সাথে মাতিয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

কিন্তু ওই নিশিঠেকের মূল আকর্ষণ ছিলেন শ্বশুর – বউমা জুটির নাচ। লং বার টপে উঠে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বাবাকে দেখা গিয়েছে গানের তালে জমিয়ে নাচতে। আর এই দৃশ্য দেখেই তো সবার দৃষ্টি ওই দিকেই আটকে গিয়েছে। আর তারপরেই শ্বশুর – বউমাকে আরও উৎসাহ জোগাতে হাততালিতে মাতিয়ে দিয়েছেন সকলে। তবে বাকি কিছু বাদ দিলে শ্বশুর – বউমার সম্পর্কের সমীকরণ কিন্তু একেবারে ফিকে করে দেয় অঙ্কুশের উপস্থিতিকে। এভাবে সেদিনকার সন্ধ্যে জমজমাট হয়ে উঠেছিল।

আরও পড়ুন: তিলোত্তমার বুকে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার সেই অন্ধকারময় দিনের ছ’ টা বছর অতিক্রান্ত! ঘটনার অনুকরণে মুক্তি পেলো ‘কলকাতা চলন্তিকা’- র পোস্টার

আগের বেশিরভাগ জন্মদিনের ক্ষেত্রেই অঙ্কুশের সাথে বাইরে একান্তে সময় কাটাতে দুজনে পাড়ি দিতেন কিন্তু এবার একেবারে অন্য ধাঁচে জন্মদিন পালন করলেন জুটি। সন্ধ্যে থেকে অনুষ্ঠান আলো করে উপস্থিত হয়েছিলেন বুম্বাদা থেকে শুরু করে মন্ত্রী সুজিত বসু।

Related Articles

Back to top button