সিনেমা

অস্কারের জন্য ‘আর আর আর’ সিনেমাকে মনোনীত করা উচিত ‘দা কাশ্মীর ফাইলস’ না হলেই ভালো, অনুরাগ কাশ্যপের এই মন্তব্যের ফলে বলিউডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিবেক অগ্নিহোত্রী

বর্তমান সময় পরিচালক বিবেক অগ্নিহত্রীকে নেট মাধ্যমে বেশ একটিভ থাকতে দেখা যাচ্ছে। বেশ কিছু বিশিষ্ট টপিকে নিজের মন্তব্য প্রকাশ করছেন পরিচালক। বলিউডের দিকে তিনি ছুটছেন তাঁর শব্দের অগ্নিবান। এর আগে তাঁর নিশানার শিকার হয়েছেন বলিউডের তিন খান। নাম না করেই তিন খানের বিরুদ্ধে বারবার অভিযোগ প্রকাশ করেছেন পরিচালক। এবার তার নিশানা ঘুরে গেল “দোবার” সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপের দিকে।

কিন্তু কেন? ঠিক কি দোষ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ? নাকি পরিচালক নিজের খামতি ঢাকার জন্যই বারবার এমন সব দোষা চাপাচ্ছেন অন্যান্যদের ঘারে? আসলে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেছিলেন এবারে অস্কারের জন্য রাজা মৌলির পরিচালিত “আর আর আর” সিনেমাটি মনোনীত হওয়া উচিত। “দ্যা কাশ্মীর ফাইলস” না হওয়াই ভালো। তার কারণ হিসেবে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেছিলেন শুধু ভারতে নয়, গোটা বিশ্বে সিনেমাটি সমানভাবে সমাদৃত হয়েছে। গোটা বিশ্বের অগুন্তি সিনেমা প্রেমী দর্শকের ভালোবাসায় কোটি কোটি টাকা রোজগার করেছে এই সিনেমাটি। পরিচালকের মতে, “আর আর আর” নিজের সামর্থে অস্কারে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

আর এতেই ক্ষুদ্ধ হন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই পরিচালকের মতে তাঁর ছবি ব্যাপক জনপ্রিয়তার সাথে অর্জন করেছে, কোটি কোটি টাকার ব্যবসা করেছে। তবে কেন অস্কারে যাওয়ার মতো যোগ্যতা নেই “দ্যা কাশ্মীর ফাইলস” এর? অনুরাগ কাশ্যপের সাক্ষাৎকার শেয়ার করে টুইটারে শব্দের বানবিদ্ধ করেন বিবেক অনুরাগ কে। বিবেক বলেন, “#Dobaaraa – এর নির্মাতার নেতৃত্বে #অস্কারের জন্য #TheKashmirFiles – এর বিরুদ্ধে বলিউডের দুষ্ট, অসৎ এর লবি তাদের প্রচার শুরু করেছে”।

Related Articles

Back to top button