ঈশ্বর আমাদের জুটি নিজের হাতে বানিয়েছেন! শুভকে ছাড়া আমি কিছু ভাবতে পারিনা, আমার জীবনের সব কিছুর মূলে শুভ! বললেন রাজ চক্রবর্তী

কথায় বলা হয় জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। বিবাহ এমনই একটা সম্পর্ক সৃষ্টি কর্তা তৈরি করেন। বলা হয় সৃষ্টিকর্তা খুব যত্ন করে দুটো মানুষের জুটি তৈরি করেন। এই ধারণায় শুধু সাধারণ মানুষ নন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও আস্থা রাখেন। নিজেদের সম্পর্ক কে ঈশ্বর নির্ধারিত বলেই মনে করেন রাজ। ভালোবাসা নির্ভরশীলতার প্রকাশ পাওয়া যায় পরিচালকের কথায়, তিনি পরিষ্কার স্বীকার করেন যে, তার স্ত্রীকে ছাড়া তিনি অসম্পূর্ণ।
আগামী তেসরা জুন মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি হাবজি গাবজি। বর্তমান সময়ের একটি সমস্যা সেই ছবিতে ফুটে উঠেছে। যেখানে দেখা যাবে যে, কীভাবে মোবাইল ফোনের জগতে ঢুকে গিয়ে নানান রকম বিপদ ডেকে আনে বর্তমান যুগের শিশুরা। শিশুদের এই সমস্যাকে ঘিরেই বর্তমান সময়ের এই ছবি তৈরি হচ্ছে। এই ছবির প্রচারে রাজ শুভশ্রীকে প্রচন্ড প্রেমময় দেখা যাচ্ছে। কীভাবে এত বছর পরেও সম্পর্ক এরকম মজবুত! উত্তরে রাজ বলেন,“ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন। শুভকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না।”
রাজ-শুভশ্রীর এই সুন্দর সম্পর্কের রহস্য কী? পরিচালক রাজ চক্রবর্তী বলেন,“আমাদের বোঝাপড়া, আমাদের বন্ধুত্ব আর পাঁচজনের থেকে অন্য রকম। উপরওয়ালা খুব যত্ন নিয়ে আমাদের জুড়ি বানিয়েছেন। আমার সব কাজ, সব পরিশ্রম, সব ভালো কিছুর এনার্জি শুভর মধ্যেই লুকিয়ে।” রাজ চক্রবর্তীর পুরো পরিবারের কাছেও শুভশ্রী খুব কাছের খুব আপন। তার কারণ রাজ-শুভশ্রীর ইতিবাচক মানসিকতা। দেখা-বলা-শোনা সব কিছুতেই তারা ইতিবাচক মানসিকতা পোষণ করেন। তাদের বন্ধুরাও এইরকম। জীবনের যাবতীয় খারাপ কিছুকেই তারা হাসতে হাসতে মোকাবিলা করতে চান। অন্যদিকে কোন নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে দেখার পক্ষপাতী নন রাজ শুভশ্রী, তাই সকলেই তাদেরকে খুব পছন্দ করেন।
চারপাশের এত খারাপ পরিস্থিতি, এত বিচ্ছেদ যন্ত্রণা, এত আকস্মিক মৃত্যুর মাঝখানে কীভাবে নিজেদের মন ভালো রাখেন রাজ শুভশ্রী। উত্তর দিলেন রাজ ঘরণী শুভশ্রী। তিনি বলেন, তারা একসাথে ছবি দেখেন,গান শোনেন, বই পড়েন। মন ভালো করতে মাঝেমধ্যেই সপরিবারে মাঝেমধ্যেই কোথাও বেড়াতে চলে যান, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়াও চলে। এছাড়া নিয়মিত শরীর চর্চা করেন এতেও মন ভাল থাকে।
সবকিছু নিয়ে বলতে হয় একমাত্র সন্তান ইউভানকে নিয়ে সুখের দাম্পত্য রাজ শুভশ্রীর। হাসতে হাসতে তারা জীবন কাটান, চারপাশের কোন খারাপ কিছুকেই তাদের মধ্যে প্রশ্রয় দেন না তারা। সমস্যা থেকে এড়িয়ে বা পালিয়ে যাওয়া নয় সমস্যা সমাধানেই বিশ্বাসী তারা।