সিনেমা

তিলোত্তমার বুকে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার সেই অন্ধকারময় দিনের ছ’ টা বছর অতিক্রান্ত! ঘটনার অনুকরণে মুক্তি পেলো ‘কলকাতা চলন্তিকা’- র পোস্টার

সালটা ছিল আজ থেকে ছয় বছর আগে ২০১৬। কলকাতার বুকে এক বিভীষিকাময় দিনের সাক্ষী থেকেছিল শহরবাসী। সেই অন্ধকারময় দিনের স্মৃতি আজও টাটকা সাধারণ মানুষের মনে। তিলোত্তমার বুকে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল। এই সত্য ঘটনার অবলম্বনে খ্যাত পরিচালক পাভেলের নতুন ছবি , ‘কলকাতা চলন্তিকা’ আসতে চলেছে যেখানে দেখানো হবে ওই ঘটনার দৃশ্যপট।

আরও পড়ুন: সংসার চলে ভাইয়ের রিকশা চালানো আর মায়ের চুড়ি বিক্রির ওপর নির্ভর করে, মেয়ে করে দেখলেন সিভিল সার্ভিস ক্র্যাক!

ইতিমধ্যেই ছবির নতুন পোস্টার মুক্তি পেয়েছে। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পরবর্তী সেই শিহরণ জাগানো দৃশ্য ধরা পড়েছে পোস্টারে। পোস্টারটিতে দেখা যাচ্ছে, ভাঙ্গা উড়ালপুলের সেই দৃশ্য সেইসঙ্গে লাগোয়া স্থান গুলি ভিক্টোরিয়া, শহিদ মিনার, লালবাজার, দক্ষিনেশ্বরের মন্দির, বেলুর মঠ। সেই বিধ্বস্ত কলকাতার ছবিই তুলে ধরা হয়েছে। সাথে পোস্টারে অভিনেতা অভিনেত্রীদের ছবি ধরা পড়েছে। ছবির মুক্তির দিন স্থির হয়েছে আগামী ১৫ জুলাই।

পরিচালক পাভেল নিজেই ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন। ছবির গল্প লেখনীতে রয়েছেন অধ্যাপিকা স্বাতী বিশ্বাস এবং পাভেল। সেই বিপর্যস্ত কলকাতার জীবন্ত চিত্র ফুটে উঠবে সিনেমার পর্দায়। আর সেই ছবির অভিনয়ে রয়েছেন, ইশা সাহা, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত,শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়,দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।

আরও পড়ুন: বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বহুদিন আগেই মাদক কান্ড থেকে রেহাই পেয়েছিলেন, এবার প্রয়াত হলেনা মাদক কাণ্ডের অন্যতম সাক্ষী প্রভাকর

ছবিতে ধারাবাহিক ভাবে তিন দিনের চিত্র উঠে আসবে। প্রথম দিনে শহরের নিজের ছন্দে এগিয়ে চলা , আর তারপরের দিন সেই অন্ধকারময় দিন যেখানে ভেঙে পড়ে ফ্লাইওভার, সব এক নিমেষে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু তৃতীয় দিন পড়ার সাথে সাথে ফের নতুন ছন্দে নতুন ভাবে তিলোত্তমার পথ চলা শুরু হয়। ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’এর ব্যানারে ছবিটি মুক্তি পেতে চলেছে। শতদ্রু চক্রবর্তী র প্রযোজনায় পাভেলের পরিচালনায় ১৫ জুলাই এক অন্যমাত্রার চমক আসতে চলেছে কলকাতা চলন্তিকা’ ছবির মাধ্যমে।

Related Articles

Back to top button