সিনেমা

৪০ বছর পর আবার লিড রোলে দেখা যাবে শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিত মল্লিককে, পুলিস শুভঙ্কর সান্যাল এবার ফিরছেন প্রাক্তন আইনজীবী শুভঙ্কর সান্যাল হয়ে

টলিউডের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। জনপ্রিয় এই স্বর্ণযুগের অভিনেতা দীর্ঘ বছর ধরে প্রচুর সিনেমা দিয়েছেন তার দর্শকদের। তবে শেষবারের জন্য অভিনেতাকে মুখ্য চরিত্র দেখা গিয়েছিল ৪০ বছর আগে শত্রু সিনেমাতে। এবার আবারো একবার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় কাম ব্যাক করছেন অভিনেতা।

শত্রু সিনেমার শুভঙ্কর সান্যাল ফিরছেন প্রাক্তন আইনজীবী শুভঙ্কর সান্যাল হয়ে। পরিচালক নিহাল দত্ত পরিচালিত, শ্যাম দাগার কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা ‘অপরাজেয়’ তে সেই একই নাম শুভঙ্কর সান্যাল হয়েই ফিরবেন অভিনেতা। সম্প্রতি তার কিছু ঝলক সামনে এসেছে। আজ থেকে ৪০ বছর আগে যেমন দেখা গিয়েছিল যে শুভঙ্কর সান্যাল অন্যায়ের প্রতিবাদ করেন ঠিক এবারেও প্রাক্তন আইনজীবী শুভঙ্কর সান্যাল অন্যায়ের প্রতিবাদ করবেন। যা অভিনেতার অনুরাগীদের “শত্রু” সিনেমার স্মৃতি মনে করিয়ে দেয়।

এই সিনেমাতেও পুলিশ শুভঙ্কর সান্যালের কিছু ঝলক দেখা যেতে পারে। জানা যায়, শত্রু সিনেমার মতোই এবারেও নিজের কোমরের বেল্ট খুলে অপরাধীদের মারার মতো পদক্ষেপ নিতে পারেন প্রাক্তন আইনজীবী শুভঙ্কর সান্যাল। চারপাশের অরাজগতায় চুপ করে থাকেন না প্রাক্তন আইনজীবী। অন্যায়ের প্রতিবাদ করায় হেনস্থা হতে হলেও হার মানেন না তিনি। এরূপ একটি শক্তিশালী চরিত্রের মাধ্যমে ফিরতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা।

প্রসঙ্গত পরিচালক নেহাল দত্তের সঙ্গে রঞ্জিত মল্লিকের পরিচয় হয়, “চাঁদের বাড়ি” সিনেমা সূত্র। এরপর পরিচালক যখন থেকে ঠিক করেছিলেন এই নতুন সিনেমাটি তিনি বানাবেন তখনই তিনি ভেবেছিলেন প্রাক্তন আইনজীবী শুভঙ্কর সান্যালের চরিত্রে রঞ্জিত মল্লিক কে। তবে অভিনেতা প্রথমদিকে অভিনয় ফেরার জন্য রাজি ছিলেন না। পরবর্তীকালে চরিত্রের নাম শুনে রাজি হয়ে যান তিনি। আগত এই সিনেমায় রঞ্জিত মল্লিকের সাথেই অভিনয় করেছেন বাংলা টলি জগতের এক ঝাঁক জনপ্রিয় মুখ। সেই তালিকায় রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, ফাল্গুনী চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকে। নতুনভাবে নতুন রূপে দেখা যেতে চলেছে অভিনেতাকে।

Related Articles

Back to top button