সিনেমা

টলিউড ছেড়ে এবার বলিউডে প্রিয়াঙ্কা ভট্টাচার্য

‘আমাদের বাড়ি’ ধারাবাহিকের মধ্য দিয়েই প্রথম ছোটপর্দায় পা রাখেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এরপর বেহুলা, বিসর্জন, মা, সতী, তুমি আসবে বলে, অগ্নিজল, সীমারেখার মতো একাধিক ধারাবাহিকে সাবলীলভাবে অভিনয় করেছেন অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এছাড়া ‘হোলি ফাক’ এবং ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও তার কাজ প্রশংসা অর্জন করেছে। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রী বলিউডে পা রাখতে চলেছেন।

আরও পড়ুন: রোদগরমে ভারী চেহারার মহিলাদের সুইমস্যুট পরার পরামর্শ দিলেন স্বস্তিকা

কিছুদিন আগেই শেষ হওয়া ধারাবাহিক ‘অপরাজিতা অপু’তে একটি খলচরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। ধারাবাহিকটি শেষ হওয়ার পর তার ভক্তরা যখন তার নতুন কোন কাজ দেখার জন্য মুখিয়ে ছিল, তখন‌ই এলো সুখবর। এইবার বলিউডের পথে পাড়ি দিচ্ছেন অভিনেতা। ছবির নাম ‘তাল্লুক’। শ্রীতমা দত্তের পরিচালিত এই ছবিতে খুব সম্ভবত অভিনেতা বিনয় পাঠকের মেয়ে ঈশানীর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা।

দীর্ঘ ১২ বছরের কর্মজীবনে বেশকিছু সিনেমাতেও অভিনয় করে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। পাভেলের ‘মন খারাপ’,
দীপমোদকের ‘নেক্রিফিলিয়া’ অভিনয় করেছেন তিনি। ‘এফ আই আর’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: তুমুল সমালোচনার জেরে ক্ষমা চেয়ে তামাক ব্র্যান্ড থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার

কিছুদিন আগেই প্রিয়াঙ্কা ভট্টাচার্য বিদুলা ভট্টাচার্যের পরিচালিত ‘গুড়িয়া রানি’তে কনের সাজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এটি একটি মিউজিক ভিডিও ছিল। এটি ছিলো তার জাতীয় স্তরের প্রথম কাজ। এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে, একটি মেয়ের বিবাহের দৃশ্য এবং তার নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার দৃশ্য। এখানে কনের চরিত্রটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা। এই জাতীয় স্তরের মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছিলেন,“গোটা ভিডিও জুড়েই কান্নাকাটি রয়েছে। এই কাজটা করতে গিয়ে খুব নস্টালজিক লেগেছে‌। যে কোন মেয়ের কাছেই নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া খুব আবেগের। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই আবেগটাকে ফুটিয়ে তোলার। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। এটা আমার প্রথম মিউজিক ভিডিও নয়, কিন্তু জাতীয় স্তরে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। একটা চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে গোটা মিউজিক ভিডিওর গল্প। কাজটা করে আমি ভীষণ খুশি।” গুড়িয়া রানির সেই প্রিয়াংকা এবার নতুন অবতারে হাজির হবেন বলিউডের ছবিতে! তাকে নবরূপে দেখার জন্য ভক্তরা অধীর হয়ে অপেক্ষা করছেন!

Related Articles

Back to top button