৫৯ বয়সে এসেও ছেলের মতই ফিট বুম্বাদা! পিছনের রহস্য ফাঁস করলেন নিজেই

টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই ইন্ডাস্ট্রি। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করা অভিনেতা আজও সমানভাবে বাংলা টলিউডের ক্ষেত্রে প্রাসঙ্গিক। তবে একজন তারকা হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচিতি আছে তিনি একজন পিতা। আর বাবা ছেলের মধ্যে একটা ভালো বন্ডিং তো সব পরিবারেই থাকে বর্তমানে প্রসেনজিতও তার ব্যতিক্রম নন। ছেলে তৃষানজিৎ এর মধ্যে একজন ভালো বন্ধুকে খুঁজে পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বুম্বাদার, তাতেই বাবা-ছেলের এই বন্ধুত্ব ধরা পড়েছে।
একই সাথে এই ভিডিও তে বাবা-ছেলের বন্ধুত্বের পাশাপাশি ফিটনেসের বিষয়টিও লক্ষ্য করার মতো। ভিডিওটি দেখে বোঝা বোঝা যাচ্ছে যে, ৫৯ বছর বয়সে এসেও নিজেকে ফিট রাখতে সক্ষম টলিউডের হিরো বুম্বাদা। সাম্প্রতিক কালের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রসেনজিত ও তৃষানজিৎ সন্ধ্যেবেলায় বাড়ির চৌহদ্দির মধ্যে সাইকেল চালাচ্ছিলেন। দুজনেই সেই সময় সেন্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরে ছিলেন। তৃষানজিৎ সাইকেল চালাতে চালাতে ক্যামেরায় হাত নাড়ছিলেন। চারপাশে খুব সুন্দর আলোর ঝলকানি দেখা যাচ্ছিলো। এই ভিডিওটি শেয়ার করে প্রসেনজিত লেখেন, পিতা-পুত্রের মুহূর্ত।
এর আগে গত বছরও দূর্গা পূজার সময় প্রসেনজিত ও তৃষানজিৎ কলকাতার ঠাকুর দেখতে গিয়েছিলেন , এই সময়ে একসাথে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে দেখা যায় তাদের। নিজে ছোট থেকে সেভাবে বাবা বিশ্বজিতের সান্নিধ্য পাননি প্রসেনজিৎ। তবে ছেলেকে তিনি বাবার সান্নিধ্য থেকে কখনো দূরে রাখেন নি, নিজে যা পাননি ছেলের ক্ষেত্রে তা কড়ায়-গণ্ডায় পুষিয়ে দিয়েছেন। এই কারণেই হয়ত বাস্তব জীবনের একজন ভালো বাবা যখন রুপোলি পর্দার জগতে হিরোর চরিত্র থেকে বেরিয়ে পিতার চরিত্রে অভিনয় করেন তখন তা বাস্তবসম্মত বলেই মনে হয়।
আরও পড়ুন: মিতিনমাসি কোয়েল ৪০ এ পা দিলেন এইবছর! অন্য বারের চেয়ে তাই আলাদা জন্মদিন সেলিব্রেশন
সম্প্রতি ‘আয় খুকু আয়’ বলে প্রসেনজিৎ একটি ফিল্মের শুটিং শেষ করেছেন যেখানে তাকে পিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবিতে দেখা যাবে প্রসেনজিতের অভিনীত সেই চরিত্রটি অর্থাৎ সেই বাবা সমাজের বিভিন্ন মানুষের থেকে যন্ত্রণাও কটাক্ষ নিজে সহ্য করলেও তার মেয়ে সন্তানকে বড় করে তুলতে কখনো কোনো কার্পণ্য করেননি। ইতিমধ্যেই সেই ফিল্মের ট্রেলার ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রানী রাসমণির দিতিপ্রিয়া রায়। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুগ্ধ করেছে সকলকে।
টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই ইন্ডাস্ট্রি। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করা অভিনেতা আজও সমানভাবে বাংলা টলিউডের ক্ষেত্রে প্রাসঙ্গিক। তবে একজন তারকা হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচিতি আছে তিনি একজন পিতা। আর বাবা ছেলের মধ্যে একটা ভালো বন্ডিং তো সব পরিবারেই থাকে বর্তমানে প্রসেনজিতও তার ব্যতিক্রম নন। ছেলে তৃষানজিৎ এর মধ্যে একজন ভালো বন্ধুকে খুঁজে পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বুম্বাদার, তাতেই বাবা-ছেলের এই বন্ধুত্ব ধরা পড়েছে।
একই সাথে এই ভিডিও তে বাবা-ছেলের বন্ধুত্বের পাশাপাশি ফিটনেসের বিষয়টিও লক্ষ্য করার মতো। ভিডিওটি দেখে বোঝা বোঝা যাচ্ছে যে, ৫৯ বছর বয়সে এসেও নিজেকে ফিট রাখতে সক্ষম টলিউডের হিরো বুম্বাদা। সাম্প্রতিক কালের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রসেনজিত ও তৃষানজিৎ সন্ধ্যেবেলায় বাড়ির চৌহদ্দির মধ্যে সাইকেল চালাচ্ছিলেন। দুজনেই সেই সময় সেন্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরে ছিলেন। তৃষানজিৎ সাইকেল চালাতে চালাতে ক্যামেরায় হাত নাড়ছিলেন। চারপাশে খুব সুন্দর আলোর ঝলকানি দেখা যাচ্ছিলো। এই ভিডিওটি শেয়ার করে প্রসেনজিত লেখেন, পিতা-পুত্রের মুহূর্ত।
এর আগে গত বছরও দূর্গা পূজার সময় প্রসেনজিত ও তৃষানজিৎ কলকাতার ঠাকুর দেখতে গিয়েছিলেন , এই সময়ে একসাথে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে দেখা যায় তাদের। নিজে ছোট থেকে সেভাবে বাবা বিশ্বজিতের সান্নিধ্য পাননি প্রসেনজিৎ। তবে ছেলেকে তিনি বাবার সান্নিধ্য থেকে কখনো দূরে রাখেন নি, নিজে যা পাননি ছেলের ক্ষেত্রে তা কড়ায়-গণ্ডায় পুষিয়ে দিয়েছেন। এই কারণেই হয়ত বাস্তব জীবনের একজন ভালো বাবা যখন রুপোলি পর্দার জগতে হিরোর চরিত্র থেকে বেরিয়ে পিতার চরিত্রে অভিনয় করেন তখন তা বাস্তবসম্মত বলেই মনে হয়।
সম্প্রতি ‘আয় খুকু আয়’ বলে প্রসেনজিৎ একটি ফিল্মের শুটিং শেষ করেছেন যেখানে তাকে পিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবিতে দেখা যাবে প্রসেনজিতের অভিনীত সেই চরিত্রটি অর্থাৎ সেই বাবা সমাজের বিভিন্ন মানুষের থেকে যন্ত্রণাও কটাক্ষ নিজে সহ্য করলেও তার মেয়ে সন্তানকে বড় করে তুলতে কখনো কোনো কার্পণ্য করেননি। ইতিমধ্যেই সেই ফিল্মের ট্রেলার ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রানী রাসমণির দিতিপ্রিয়া রায়। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুগ্ধ করেছে সকলকে।