‘একা মা’ এর থেকেও ‘একা বাবা’র লড়াই অনেক বেশি কঠিন! সন্তানের জন্য অনেক বেশি লড়তে হয় একা বাবাকে- দাবি দিতিপ্রিয়ার

সৌভিক কুন্ডুর দ্বিতীয় ছবি ‘আয় খুকু আয়’ তে প্রসেনজিৎকে বাবার ভূমিকায় পাওয়া যাবে আর তার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়। কেমন হবে বাবা মেয়ের এই সম্পর্ক? দিতিপ্রিয়া এই প্রসঙ্গে বলেন, তার মন খারাপ করলে বাবাই তাকে দোলনায় বসিয়ে দোলা দেন, তার চুল আঁচড়ে বিনুনি বেঁধে দেন, এইভাবেই নিজের আদরের বুড়িকে স্নেহের বাঁধনে আগলে রাখেন বাবা নির্মল মন্ডল।
আরও পড়ুন: বাদাম কাকুর স্বপ্ন পূরণ হলো অবশেষে! আনন্দে আত্মহারা ভুবন কাকু
ইতিমধ্যে ছবির দ্বিতীয় গান ‘খেলনা বাগান চরকির গান’ মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে বুড়িকে আদরে সোহাগে শাসনে আগলে রাখছেন বাবা নির্মল মন্ডল। টলিউড ইন্ডাস্ট্রি বুম্বাদার সাথে অভিনয়ের অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেয়ার করেছেন চট্টোপাধ্যায়ের রাণীমা খ্যাত দিতিপ্রিয়া রায়, তিনি বললেন,“শ্যুটের আগে অনেক কথা আমিও শুনেছিলাম বুম্বা মামুকে নিয়ে। তাই নিয়ে চাপও তৈরী হয়ে গিয়েছিল। কাজ করতে গিয়ে দেখলাম ওই মানুষটি সবচেয়ে সহজ। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। সহ অভিনেতাদের একবারের জন্যও বুঝতে দেন না তিনি অত বড় মাপের তারকা।” পর্দায় বাবা-মেয়ের এই সম্পর্ক পর্দার বাইরে সিনেমার প্রচারের ক্ষেত্রে কাজ করেছিলো, ছবির প্রচারে প্রসেনজিৎ বলেছিলেন, “সপরিবারে চলে এসেছি আপনাদের কাছে। এই যে আমার সঙ্গে আমার মেয়ে।”
View this post on Instagram
কাজ করতে করতে এমন সম্পর্ক তৈরি হয়েছিল বুম্বাদার সাথে তার, যে দিতিপ্রিয়ার খিদে পেলে তা মেজাজ বিগড়ে গেলেও সবার আগে বুঝতে পারতেন বুম্বাদা। শুটিং থামিয়ে তিনি জানতে চাইতেন,“খিদে পেয়েছে? কি খাবি?” দিতিপ্রিয়া বুঝতে না পারলে আফশোস করে বলতেন,“সেটাও আমায় বুঝতে হবে!” এরপর পর্দার মেয়ের মন বুঝে নিজে নিজেই অর্ডার দিতেন পিৎজার।
পর্দার মেয়েকে ছোট থেকে বড় করে বিয়ে দেবেন নির্মল। কিন্তু একা মায়ের মতো একা বাবার লড়াইও কি কঠিন? ছবিটিতে অভিনয় করতে করতে দিতিপ্রিয়া বুঝেছেন দুটো লড়াই এক নয়, একা বাবার লড়াই অনেক বেশি কঠিন। দিতিপ্রিয়া বলেন, “আমার মনে হয়েছে একা মায়ের থেকেও একা বাবার লড়াই বেশি কঠিন। মায়ের সঙ্গে বিশেষ করে মেয়েরা অনেক কথা অনেক অনুভূতি ভাগ করে নিতে পারে, বাবাকে সেসব বলা মুশকিল। কিন্তু এই ছবিতে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন একা একা বাবা। মাতৃ দিবসে মায়েদের পাশাপাশি তাই নির্মল মন্ডলকেও আমার কুর্নিশ।”