৩৫ টি ছবি একসাথে করেও প্রেম করেন নি প্রসেনজিৎ রচনা! সেই আক্ষেপ ঘোচাতেই বহু বছর পর কাছাকাছি এলেন এই জুটি! কী কথা হলো দুজনের মধ্যে?

বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবুজ সাথী থেকে শুরু করে প্রাক্তন সমস্ত ছবিতেই তিনি নায়ক। সেই ৯০ দশকের টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি যেমন কাঁপিয়ে বেরিয়েছেন, আজও একইভাবে তিনি সমান প্রাসঙ্গিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন রচনা ব্যানার্জী। এক টি দুটি নয়, জুটি বেঁধে মোট ৩৫টি ছবিতে অভিনয় করেছেন তারা একসাথে।
রচনা ব্যানার্জি একবার একটি সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেন যে, একসাথে ৩৫টি ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তারা কিন্তু তবুও বুম্বাদা কখনো তার সাথে প্রেমের কথা বলেন নি, প্রেম করা তো অনেক দূরের বিষয়। রচনা ব্যানার্জীর সেই আক্ষেপ মেটাতেই যেন এইবার আবার কাছাকাছি এলেন প্রসেনজিৎ আর রচনা।
দীর্ঘ কয়েক বছর পর কাছাকাছি এলেন প্রসেনজিৎ আর রচনা। একজন হয়েছেন দেবদাস আর অপরজন পার্বতী- এইভাবে নতুন করে চিত্রনাট্য লিখলেন তারা। দুর্গা পুজো মানেই প্রেম, তাই তারা দুজনে নতুন করে প্রেমের আবেগে ভাসলেন। দুজনে মিলে ঠিক ১১ টার দিকে সাক্ষাৎ করলেন, দেখা করলেন আইটিসি রয়েল বেঙ্গল এ। দুজনে কি পড়বেন কি সাজবেন সমস্ত টা ঠিক করে ফেললেন এই সাক্ষাতে। এই ফটোশুটে দেখা গেল যে প্রসেনজিৎ চ্যাটার্জী ও রচনা ব্যানার্জীকে অসাধারণ লাগছে।
প্রসেনজিৎ চ্যাটার্জী সূক্ষ্ম কাজের পাঞ্জাবি আর ধুতি পরেছেন অন্যদিকে রচনা ব্যানার্জী পরেছেন নিজের কালেকশনের গোলাপ কথার ব্যাঙ্গালোর সিল্ক। ট্যাগ লাইনে লেখা আছে,‘ভালোবাসি শুধু তোমাকে’। তাদের এই ফটোশুট দেখে মনে পড়ে গেল তাদের পুরনো ছবির কথা তাদের সেই পুরনো ছবি জুটির কথা। সকাল সন্ধ্যা, চাওয়া পাওয়া , সাথী আমার- ইত্যাদি ছবির সেই পুরনো আমেজ যেন মানুষ ফিরে পেলো এই ফটোশুট দেখে।
View this post on Instagram