অন স্ক্রিনে প্রসেনজিৎ-রুক্মিণীর একসাথে রোম্যান্স! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো সেই ভিডিও

টলিউডের বুম্বাদা যিনি বর্তমানে অভিনেতাদের অভিভাবক হলেও তাঁকে দেখে বোঝা কিন্তু বেশ ভার। বয়স বাড়ার সাথে সাথে তিনি যে দিনকে দিন আরও আগের থেকে নিজেকে বদলে হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন একথা বলাই যায়। যেকোনো কম বয়সী অভিনেতাকে লুকের দিক দিয়ে টক্কর দিতে পারবেন তিনি এখনও। অভিনয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর সম্পর্কে যতই বিতর্কের জন্ম হয়েছে ততই তিনি নিজের কাজের প্রতি আরও আরও বেশি করে মনোযোগী হয়েছেন। আর পর্দার সামনে একের পর এক নতুন নতুন চরিত্র , নতুন নতুন লুকে হাজির হয়েছেন দর্শকদের সামনে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল দেব ও জিতের দুজনের আগামী ছবি যথাক্রমে কিশমিশ ও রাবণের জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পরিচালক রাহুল ব্যানার্জীর পরিচালনায় কিশমিশ একটি মিষ্টি প্রেমের গল্প উপহার দিতে চলেছে। যেখানে আধুনিক লুকের সাথে রেট্রো লুকের একটা সংমিশ্রণ থাকবে দেব ও রুক্মিণীর সাজে। দুই প্রজন্মের প্রেমের আলাদা আলাদা রূপ উপস্থাপন করতে চেয়েছেন এই ছবির মাধ্যমে। ছবির ট্রেলার ও দুটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আবার গত রবিবার ছবির প্রচারের ক্ষেত্রেও বেশ অভিনব কায়দার আশ্রয় নিয়েছিল কিশমিশের টিম। রবিবারের সাত সকালে মেট্রো সফরের মাধ্যমে দর্শকদের সাথে নাচ গান আড্ডা দিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
কিশমিশ ছবিতে সম্প্রতি অরিজিৎ সিং এর গলায় একটি নতুন গান মুক্তি পেয়েছে। অবশেষে ভালোবেসে চলে যাবো। মন ছুঁয়ে যাওয়ার মত গানটি শুনলে মনে যেনো একরাশ ভালো লাগা জমা হয়। এবার সেই গানেই কোমর দোলালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাথে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ইন্ডাস্ট্রির বুম্বাদার সাথে শিফন শাড়িতে আর অন্যদিকে অভিনেতার পরনে মেরুন পাঞ্জাবি, ভিডিওতে দুজনের রসায়ন ছিল নজর কাড়া। ছবির নতুন গানের সাথে এই জুটি একেবারে মাতিয়ে দিয়েছেন একথা বলতেই হয়।
ভিডিওটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করে ফের দেব ও রুক্মিণী কে আগাম ছবির জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে তিনি চেয়েছেন, প্রচুর মানুষ কিশমিশ ছবিটিকে ভালোবাসুক , সবাই একসাথে গিয়ে হলে ছবিটি দেখে আসুক। কিন্তু সমালোচকদের তো আর অভাব হয়না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে এইভাবে নিজের থেকে অনেক ছোট এক নায়িকার সাথে রোমান্টিক দৃশ্যে নাচ করতে দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।
View this post on Instagram