ডায়েট ভুলে সাধারণ মানুষের মতো আইসক্রিম খাচ্ছেন প্রসেনজিৎ! রিল ভিডিও ভাইরাল হতেই শোরগোল!

বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এক নম্বরে যে মানুষটি আছেন তিনি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই দশকের ও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন তিনি, আজও বাংলা ইন্ডাস্ট্রিতে তিমির সমানভাবে প্রাসঙ্গিক। তার মেদহীন শরীর, টানটান চেহারা, উজ্জ্বল ত্বক – বর্তমানের নায়কদেরও ঈর্ষার কারণ! কিন্তু এই সবের পিছনে কী রহস্য রয়েছে? কী কারণে বয়স বাড়লেও বুম্বাদা একই রকম রয়ে যান চিরকাল? অনেকেই ভাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছু খান না! কথাটা কি সত্যিই ঠিক?
আরও পড়ুন: শ্রীদেবী কন্যা জাহ্নবী দাদাগিরির মঞ্চে এসে বাংলায় কথা বললেন! বাংলায় দাদাকে বললেন ‘তাড়াতাড়ি করো’
বিনোদন ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় বুম্বাদার নিয়মিত শরীরচর্চা করার খবর। কঠোর নিয়ম মেনে চলার পাশাপাশি তেল, ঝাল, মশলা, মিষ্টি ভাজাভুজি একেবারেই খান না তিনি। তবে সব সময় কঠোর নিয়মের মধ্যে থাকলেও মাঝেমধ্যে নিয়ম ভাঙতেও ভালবাসেন বুম্বাদা। মঙ্গলবার এই নিয়ম ভাঙার প্রমাণ হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। রেস্তোরাঁয় বসে ডেজার্ট খেলেন তিনি। তার পছন্দের পেস্ট্রি আর আইসক্রিম খেয়েছেন বলে জানালেন নিজ মুখেই। তবে মাত্র এক চামচ খেয়েছেন। একে ঠিক খাওয়া বলা চলে না, চেখে দেখা বলা যায়।
বুম্বাদার খাওয়ার সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর মুহূর্তের মধ্যেই শোরগোল শুরু। তবে বুম্বাদাও নিয়ম ভেঙে হৃদয়ের ইচ্ছার কথা শোনেন? এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বুম্বাদা বলেছেন, “মাঝেমধ্যে সব খাওয়া উচিত। জানা দরকার বাড়তি ক্যালরি কীভাবে পুড়িয়ে বা ঝরিয়ে ফেলতে হয়। জীবনে নিয়ম আর বেনিয়ম দুটোই থাকবে। তবে নিক্তি মেপে। বেহিসেবি ভাবে নয়!” তবে বুম্বাদার এই ছবি দেখে ভুলছেন না দর্শক, তারা এখন নির্মল মন্ডলকে দেখার আশায় দিন গুনছেন।
আরও পড়ুন: সমুদ্র তটে চাবুক ফিগারে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য মা হওয়া নুসরত! যশ গৃহিণীর এমন লুক দেখে মুগ্ধ সকলে
প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে ‘আয় খুকু আয়’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রসেনজিৎ। এই চরিত্রে তাকে নির্মল মন্ডলের ভূমিকায় দেখা যাবে, বাবা মেয়ের গল্পে বাবার চরিত্রে কাজ করবেন তিনি। সিঙ্গেল মাদার নয় এ এক সিঙ্গেল ফাদারের গল্প। যে বাবা তার সন্তানকে ভালোবেসে চুল আঁচড়ে বিনুনি বেঁধে দেয় মন খারাপ হলে দোলনায় বসিয়ে দোল খাওয়ায়! শৌভিক কুন্ডুর এই ছবিতে নির্মল কুন্ডুর মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যে দিতিপ্রিয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ছবি করতে করতে তিনি বুঝেছেন, একা মায়ের থেকে একা বাবাকে অনেক বেশি লড়তে হয়, তাই গল্পে নির্মল মন্ডল এর লড়াইটা অনেকখানি।
View this post on Instagram