সিনেমা

বলিউড তারকা ছাড়াই হিট হবে পুষ্পা ২! চারগুণ বাজেট নিয়ে তৈরি হচ্ছে পুষ্পার দ্বিতীয় সিক্যুয়ল

দক্ষিণের ইন্ডাস্ট্রি কিছু ছবি বর্তমানে বক্স-অফিসে সাফল্য অর্জন করেছে। শুধু বক্স অফিস সাফল্য লাভ করেছে বললেও ভুল হবে, সাউথ ইন্ডিয়ান এইসব ছবি ভারতীয় দর্শকদের মন পছন্দ হয়ে উঠেছে। কিছু সাউথ ইন্ডিয়ান ছবি থেকে বলিউডেও ছবি বানানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এই রকমই একটি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান ছবি হল ‘পুষ্পা:দ্য রাইজ’।এই ছবি রীতিমতো চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে।

আরও পড়ুন: ‘আশা করি মায়ের আমায় নিয়ে গর্ব হবে’ বুদ্ধ পূর্ণিমার দিন ২০০০ মানুষকে খাইয়ে বলেন অভিনেত্রী কৌশানী!

এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল আল্লু আর্জুনকে। এই ছবির ১৯৪ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, বক্সঅফিসে সফল হওয়ার পরে এই ছবি ৩৬০ কোটি টাকার ব্যবসা করেছে। পুষ্পা সিনেমার শেষ দিকে এক জায়গায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই সিরিজের দ্বিতীয় অংশ আসবে এবং সেই দ্বিতীয় অংশটি প্রথম অংশের থেকে আরও বেশি আকর্ষণীয় এবং ধামাকাদার হবে। এরপর থেকেই দর্শকরা অধীর আগ্রহে দিন গুনতে শুরু করেন কবে পুষ্পা ছবির সেই দ্বিতীয় অংশ আসবে?

সম্প্রতি এই সম্পর্কিত একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যেখানে জানা যাচ্ছে যে পুষ্পা ছবির দ্বিতীয় অংশের চিত্র নাট্য ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শুধু তাই নয় আরও জানা যাচ্ছে যে, পুষ্পা ছবির দ্বিতীয় অংশের শুটিং আগামী এক দুই মাসের মধ্যেই হবে। একসময় গুঞ্জন উঠেছিল যে পুরস্কার দ্বিতীয় অংশতে নাকি বলিউড থেকে তারকাকে নেওয়া হবে। তবে পরিচালক ঘনিষ্ঠর সূত্রের খবর অনুযায়ী এই গুঞ্জন একেবারেই সঠিক নয়। নির্মাতাদের এরকম কোনো পরিকল্পনাই নেই।

আরও পড়ুন: শাঁখা-সিঁদুর মঙ্গলসূত্র পরে পটল কুমারের হিয়া!‘এই বয়সে কি পাকামো হচ্ছে’ তুমুল সমালোচনা নেটাগরিকদের!

দক্ষিণী তারকাদের দিয়েই এই ছবি রীতিমতো সুপারহিট হয়েছে এমনকি এই ছবির হিন্দি সংস্করণ ও বক্সঅফিসে উল্লেখযোগ্যভাবে সাফল্য লাভ করেছে, তাই বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা নয়, পুষ্পা ছবির দ্বিতীয় অংশের জন্য দক্ষিণী তারকাদের উপরেই ভরসা রাখছেন নির্মাতারা। পুষ্পার প্রথম অংশের পরে দ্বিতীয় অংশ তৈরির জন্য‌ও যে একটি মোটা অংকের বাজেট ধরা হয়েছে সে কথা বলাই বাহুল্য। তবে সূত্রের খবর অনুযায়ী পুষ্পার প্রথম অংশ এতোখানি সাফল্যলাভ করবার পর দ্বিতীয় অংশের ক্ষেত্রে নির্মাতারা আরো বেশি অংকের বাজি ধরার কথা ভেবে ফেলেছেন।

পুষ্পার প্রথম অংশ তৈরির বাজেট ছিল ১৯৪ কোটি টাকা, এখন শোনা যাচ্ছে যে, এই ছবির দ্বিতীয় অংশের ক্ষেত্রে ৪০০ কোটি টাকার বাজেট ধরেছেন নির্মাতারা। এখন পুষ্পা ২ দেখার অপেক্ষায় রয়েছেন সকলে!

Related Articles

Back to top button