সিনেমা

ছেলেকে গেম খেলা শেখানো নিয়ে রাজ শুভশ্রীর ঝগড়া, ঝগড়া থামাতে এলেন পরমব্রত!

অনেক সময় দেখা যায় বাবা-মায়েরা ছেলেমেয়েদের ভোলানোর জন্য তাদের হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দেন, এতে বাচ্চাটি সাময়িক সময়ের জন্য সেটি ভুলে যায়। কিন্ত বাস্তবিকই বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়াটা কি ঠিক? নাকি বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার মধ্য দিয়ে খুব বড় কোন ভুল হয়ে যাচ্ছে অভিভাবকদের? প্রশ্নটি সবসময়ই ওঠে। আজকাল এই নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক-বিতর্ক‌ও চলে। এই বিষয়টি চলে এলো রাজ-শুভশ্রীর মধ্যেও।

আরও পড়ুন: ‘অপরাজিত’র সত্যজিৎ কাঁচা বাদাম গানে নাচছেন! স্ত্রী নবনীতার সাথে জিতু পা মেলালেন ভুবন বাদ্যকরের সাথে

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সকালবেলায় ছেলেকে পাশে বসিয়ে গেম খেলা তে শেখাচ্ছেন রাজ আর সেটা দেখতে পেয়ে রাজ ঘরণী শুভশ্রী তো রেগে আগুন হয়ে গিয়েছেন। ছোট্ট ছেলেকে মোবাইল দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গিয়েছে।

রাজ বলছেন,“তুমি নিজেই তো সারাদিন মোবাইলে ডুবে থাকো। ওকে মোবাইল দেখাও। তাহলে আমাকে কেন না করছ!” প্রত্যুত্তরে শুভশ্রী বলছেন, “সে তো ওকে গান আর গল্প শোনায় ইউটিউবে। তা বলে গেম খেলা শেখাবে ওকে!”
এরপর স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে। স্বামী স্ত্রীর এই ঝগড়ার মধ্যেখানেই ঘরের মধ্যে এন্ট্রি নেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত এসে বলেন “ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেবেন না। এতে কতটা ক্ষতি হয় ভাবতে পারবেন না।”- এটি আসলে আগামীতে মুক্তি পেতে চলা বাংলা ছবি ‘হাবজি গাবজি’র প্রচারের একটি অংশ।

আরও পড়ুন: সকলকে ফাঁকি দিয়ে চলে গেলেন মনুবাবু, মুক্তি পেতে চলেছে শেষ ছবি ‘ভটভটি’

রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি ‘হাবজি গাবজি’তে অভিনয় করছেন শুভশ্রী আর পরমব্রত। আগামী ৩রা জুন মুক্তি পাবে এই সিনেমাটি। ছবির একটা নতুন গান মুক্তি পাওয়ার কথা ২রা মে তে। কী দেখা যাবে গল্পটিতে? সিনেমায় দেখা যাবে বিবাহিত দম্পতি ও তাদের সন্তানের ইকুয়েশনের গল্প। অনেকদিন পর বাচ্চাদের কথা ভেবে একটি ছবি মুক্তি পেতে চলেছে বাংলা চলচ্চিত্রে, যেখানে নেট মগ্ন শৈশবকে তুলে ধরা হবে। বর্তমানে ছোটদের পুরো জগৎটা যে স্মার্টফোন আর কম্পিউটারের ছোট স্ক্রিনের মধ্যে আটকে গিয়েছে তাই বলবে এই ছবি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে দেখা যাবে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিলে কতটা ক্ষতি হতে পারে এবং কত রকমের সমস্যা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য ‘হাবজি গাবজি’র এই জুটিকে এরপর ‘বৌদি ক্যান্টিন’ সিনেমাতেও দেখা যাবে।

Related Articles

Back to top button