যশ অভিনয় পারেনা! দর্শক টানতেও পারে না! বিস্ফোরক মন্তব্য প্রযোজক রানা সরকারের

ছবি সাইন করেও শেষ মুহূর্তে ছবির থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। এনা সাহা প্রযোজিত ‘চিনেবাদাম’ ছবির নায়ক তিনি। আগামী ১০ ই জুন মুক্তি পাবে এই সিনেমা, তার প্রচারও চলছে জোর কদমে। কিন্তু হঠাৎ করে গল্পের নায়ক যশ দাশগুপ্ত এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। কেন হঠাৎ শেষ মুহূর্তে এই ছবির থেকে সরে দাঁড়ালেন নায়ক? না তার কারণ খোলাসা করে তিনি কিছু বলেননি। শুধু তিনি জানিয়েছেন যে, মতের মিল হচ্ছে না তার, তাই এই সিনেমার সাথে কোনভাবেই যুক্ত থাকতে চান না তিনি।
আরও পড়ুন: অপরাজিত ছবির ভাবনা মৌলিক নয় চুরি করা! বিস্ফোরক মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
ছবির প্রযোজকও এই বিষয় নিয়ে কোন কথা বলেন নি। তবে মুখ খুলেছেন ছবির পরিচালক। এই ছবির পরিচালক বলেন যে, “কমার্শিয়াল ছবি তৈরি করেন না তিনি। শ্যাম্পু দিয়ে চুল উড়িয়ে গান দিয়ে ছবি হয় না। যশ সব জেনেই ছবিতে সাইন করেন এর পরেও কেন সরে দাঁড়াচ্ছেন এই ব্যাপারে যশ ভালো উত্তর দিতে পারবেন।”
টলিউডের আরেক প্রযোজক রানা সরকার এই দিন যশের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করে বসেন। চাঁচাছোলা ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি, বাংলা ইন্ডাস্ট্রিতে যশ দাশগুপ্তর জায়গা ঠিক কোথায় তাও তিনি বুঝিয়ে দেন। তার কথায়, “টাকা পেয়ে গিয়েছি, আর কি চাই এবার প্রডিউসার মরুক।” একটি সংবাদমাধ্যমে রানা স্পষ্ট করে বলেন যে, “ ইন্ডাস্ট্রিতে শত্রু বন্ধু নিয়ে তিনি ভাবেন না এটি কাজের জায়গা।”
দক্ষিণের সিনেমার উল্লেখ করে এইদিন রানা বলেন,“কেজিএফ এর একজন যশ আছে আমাদেরও একজন যশ আছে এই ঘটনায় বলে দেয় আমরা কেন পিছিয়ে পড়েছি।” যশের নাম না করেই প্রযোজক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন,“ প্রতিভা আছে বলে যাদের নিয়ে আমরা মাতামাতি করি তারা অভিনয় করতে পারেন না। তাদের কোনো দর্শক নেই। অথচ তাদের টালবাহানা প্রযোজকদের সহ্য করতে হয়।”
এরপর সরাসরি যশের নাম নিয়ে তিনি অভিযোগ করেন, “যশ কিংবা বাকিরা নিজেদের বিরাট নায়ক ভাবতে পারে কিন্তু তাদের অভিনয় দর্শকরা দেখতে আসেন না। তাহলে তাদের এমন বাহানা কেন আমরা সহ্য করব?” এর পাশাপাশি রানা ছবির প্রযোজক এনা সাহাকে লেখেন, “I am with you please tell me if you need any help”