সিনেমা

বক্স অফিসে ‘কিশমিশ’ এবং ‘রাবণ’-এর ভাঁড়ারে কত টাকা এসেছে? সরাসরি দুই সুপারস্টারকে প্রশ্ন করলেন রানা

বাংলা ছবির জগতে একেবারে একসাথে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, বাংলা ছবির দুই সুপারস্টার দেব ও জিৎ এর একসাথে মুক্তি পাওয়া দুটি ছবি, ‘কিশমিশ’ এবং ‘ রাবণ’। দুই সুপারস্টারের একেবারে ভিন্ন প্রেক্ষাপটের ওপর দুটি ছবি একসাথে মুক্তি পেয়েছে। ফলে দর্শকদের মধ্যে এক উন্মাদনা সেইসাথে ছবি ঠিক কতটা সুপারহিট হলো সব মিলিয়ে এক খুশির মেজাজ সর্বত্র বর্তমান। কিন্তু প্রযোজক রানা সরকার যিনি বরাবর কোনো না কোনোভাবে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবারও ফের এই ছবির বাজার প্রসঙ্গ নিয়ে খোঁচা মারতে ছাড়েননি। তিনি একেবারে সরাসরি প্রশ্ন করেছেন, ছবিগুলি ঠিক কত টাকার ব্যবসা করলো বক্স অফিসে ? এমন একটি প্রশ্ন আসার পর স্বাভাবিকভাবেই এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকের সাথে সহবাস আমিরের! সন্তানের জন্ম হতেই মুখ ফেরান লগন অভিনেতা, তারপর কী হলো সেই সন্তানের?

প্রযোজক রানা সরকার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সরাসরি প্রশ্ন রেখে লিখেছেন, ‘বাংলা সিনেমার উন্নতির জন্য প্রতিটা সিনেমার বক্স অফিস কালেকশন জানা খুব জরুরি।’ বক্স অফিসে ‘কিশমিশ’ এবং ‘রাবণ’-এর ভাঁড়ারে কত টাকা এসেছে, তা জানতে চাওয়ার ‘অনুরোধ’ করেন ছবিগুলির প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের কাছে। রানার মত অনুযায়ী, ছবিগুলি রোজগার সম্পর্কে সঠিক ধারণা থাকলেই একমাত্র বাংলা ছবির পাশে দাঁড়ানো সম্ভব। সংবাদমাধ্যমের সামনে রানা জানিয়েছেন, হিন্দি বা অন্য ভাষার ছবির ক্ষেত্রে ছবি ঠিক কি পরিমান বাজার করলো তার হিসেব সামনে নিয়ে আসা হয়। একমাত্র ব্যতিক্রম বাংলা ছবির ক্ষেত্রে একটি ছবি কত টাকার ব্যবসা করলো সেই তথ্য প্রকাশ করা হয়না যা দেখে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করতে সচেষ্ট হবেন ভবিষ্যতে।

প্রযোজক আরও জানিয়েছেন, ‘কিশমিশ’ এবং ‘রাবণ’- দুটি ছবির ক্ষেত্রেই সাফল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধারে নানা পোস্ট হচ্ছে। দর্শকদের মধ্যেও উচ্ছাস উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে কিন্তু ছবি হাউজফুল হওয়ার পরেও কেউ কোনোভাবেই ঠিক কত টাকা ছবি থেকে আয় হলো সেই বিষয়ে মুখে খুলছেন না। তিনি আরও বলেছেন, একসাথে দুই সুপারস্টারের ছবি মুক্তি পেলো সেখানে খুব ভালো অথবা মাঝামাঝি ব্যবসা করবে ছবি বলে আশা তো করাই যায়। সেই অঙ্কটা একমাত্র বলতে পারেন ছবির প্রযোজক।

আরও পড়ুন: বিধবা হয়েও এত ফুর্তি! নীতু কপূর কেঁদে বুক ভাসান না কেন-কটাক্ষের মোক্ষম জবাব দিলেন নীতু

কতজন মানুষ দেখলো ছবি সেই বিষয়ে কোনো তথ্যই সামনে নিয়ে আসা হয়নি। তাঁর মতে, বক্স অফিসে ঠিক কতটা সাফল্যের মুখ দেখতে পারছে একটি ছবি সেই হিসেব সামনে এলে বাংলা ছবির ক্ষেত্রে আরও বেশি করে কাজের সুযোগ খুলে যাবে। বাংলা ছবির জগৎ ঠিক কতটা বিস্তৃত হচ্ছে একমাত্র বক্স অফিসে হিসেবটা জানলেই জানা যায়। তার থেকে ভবিষ্যতে বাংলা ছবির পরিসর অনেক বেশি বৃদ্ধি করা যেতে পারে।

Related Articles

Back to top button