সিনেমা

বিতর্কিত ঐতিহাসিক চরিত্র বীর সাভারকরের বায়োপিক এবার বলিউডে! বিপ্লবীর চরিত্রে অভিনয় করে রণদীপ হুডা কোন সত্য তুলে ধরবেন সবার সামনে?

বলিউডে যখন একটার পর একটা জীবন ভিত্তিক ছবি তৈরি হচ্ছে তখন স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকার ই বা পিছিয়ে থাকবেন কেন? এইবার তাই পর্দায় ফুটে উঠবে বিপ্লবী সাভারকরের জীবন কাহিনী। এমএস ধোনি, শচীন টেন্ডুলকার, নরেন্দ্র মোদী ও বারবনিতা গাঙ্গুবাঈ এর জীবনের পর এইবার বিপ্লবী সাভারকরের জীবনী দেখা যাবে। ছবির নাম, ‘স্বতন্ত্র বীর সাভারকর’। এই ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর আর বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডা কে।

আরও পড়ুন: দাদার উপর দাদাগিরি করতে ক্যান্সারকে জয় করে হাজির হলেন ঐন্দ্রিলা! দাদাগীরির মঞ্চে লড়াকু অভিনেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে নাচতে হল সৌরভকে

শনিবার ছিলো বীর সাভারকরের ১৩৯ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ছবির প্রথম মোশন পোস্টার সামনে আনেন অভিনেতা, সেইসাথে বিপ্লবী সাভারকর রূপে নিজের প্রথম লুক‌ও প্রকাশ্যে এনেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, মাথাতে সাভারকর টুপি, গোল ফ্রেমের চশমা এবং মোটা গোঁফ রেখে রণদীপ সাভারকর হয়ে উঠেছেন। এই পোস্টটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “ভারতের স্বাধীনতা এবং আত্মউপলব্ধির জন্য লড়াইয়ে অন্যতম বিস্মৃত বীরকে কুর্নিশ। আশা করি এমন একজন বাস্তবের বিপ্লবীর চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ টা আমি নিতে পারবো আর তার আসল কাহিনী সকলের সামনে তুলে ধরতে পারবো যা এতদিন ধামা চাপা পড়েছিল।”

বিনায়ক দামোদর সাভারকর একজন অত্যন্ত নামী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এর পাশাপাশি তিনি ছিলেন লেখক এবং সমাজ সংস্কারক। ভারতের হিন্দুত্বের অন্যতম পথপ্রদর্শক বিনায়ক দামোদর সাভারকরকে ঘিরে বিতর্ক‌ও কিছু কম নেই, প্রচুর মানুষ আছেন যারা তাকে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেন অনেকে আবার তাকে শুধুই সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী একজন মানুষ রূপে দেখেন। এই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক রয়েছে। তর্কবিতর্কে জর্জরিত এরকম একটি ঐতিহাসিক চরিত্রকে নিয়ে ছবি করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। বিনায়ক দামোদর সাভারকর ‌ চরিত্রের অভিনেতা রণদীপ বলেন, অনেক মিথ্যে তর্ক-বিতর্ক রটেছিল এই মানুষটিকে ঘিরে, সত্যি কাহিনীটা আসলে কী তাই তুলে ধরা হবে এই বায়োপিকের মাধ্যমে। অভিনেতা রণদীপের কথায়, “ স্বাধীনতা যুদ্ধে অনেক বিপ্লবী, দেশ নায়করা নিজেদের অবদান রেখেছেন কিন্তু সকলে যোগ্য সম্মান পাননি। এই বিস্মৃত নায়কদের মধ্যে বিনায়ক দামোদর সাভারকর হলেন সবথেকে বেশি বিতর্কিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব, যাকে ভুল বুঝেছিল মানুষ।”

আরও পড়ুন: কাঁচা বাদাম এনে দেবো হবে নাকি বউ? বাদাম কাকুর নতুন গানে মেতে উঠলেন আট থেকে আশির মানুষ

রণদীপ হুডা এর আগে ‘সরবজিৎ’ ছবি করে সকলের মন জয় করেছেন। এখন বৈপ্লবিক ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় কেমন হয় সেটাই দেখার! সেই দৃশ্য দেখার জন্য সকলে আগ্রহভরে অপেক্ষা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

Related Articles

Back to top button