সিনেমা

দক্ষিণ ভারতের প্রশ্ন ছবির সাফল্যের পিছনে রয়েছে বাঙালি ছেলে সাগরের অবদান! মালদার সাগর এবার পাড়ি দেবে হলিউডে!

বাঙালি ছেলে মেয়েদের জয়জয়কার সর্বত্রই হয়। গানে নাচে খেলায় চলচ্চিত্রের সব জায়গায় বাঙালি ছেলে মেয়েরা নিজেদের প্রতিভা, মেধার ছাপ রাখেন। বাঙ্গালীদের মধ্যে অনেক রকম ক্রিয়েটিভ আইডিয়া থাকে আর সেই আইডিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়, তাই ব্যবসায়ীদের মধ্যেও বাঙালিদের কৃতিত্ব লক্ষ্য করা যায়। তবে অনেকেই হয়তো জানেন না সাম্প্রতিককালের জনপ্রিয় ছবি পুষ্পার সাফল্যের পেছনে রয়েছে বাঙালির অবদান।

আরও পড়ুন: সুস্থ ও ফিট থাকতে কী স্বাস্থ্যসম্মত রান্না খান মুকেশ আম্বানি? বাড়ির রাঁধুনির মাইনে লাখ লাখ টাকা! রাঁধুনির জন্য রয়েছে বীমার সুবিধাও!

আল্লু আর্জুন অভিনীত পুষ্পা ছবির জনপ্রিয়তা রীতিমতো প্রশ্নাতীত। দক্ষিণ ভারতের এই সিনেমা তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ,হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পায়। এই ছবি করে আল্লু আর্জুন যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছবির প্রতিটি গান। পুরো দেশ জুড়ে রমরমিয়ে চলছে এই ছবি আর তার সাথে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং হয়ে গিয়েছে আল্লু অর্জুনের সংলাপ, দৃশ্য, হাঁটার ভঙ্গিমা। ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বর্তমানে ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে ছবির নির্মাতারা দ্বিতীয় পার্ট নিয়ে আসার বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এই পুরো ছবিতে ভিডিও ইফেক্ট এর একটি বিশাল কামাল লক্ষ্য করা যায়, অনেকেই হয়তো জানেন না তার পিছনে বাঙালি এক ছেলের অবদান রয়েছে।

পুষ্পা ছবির মধ্যে স্পেশাল ভিডিও এফেক্ট আছে, যা এই পুরো ছবিকে একটি অনন্য মাত্রা দান করেছে। মালদার ছেলে সাগর পাসওয়ান পুষ্পা ছবির এই স্পেশাল ভিডিও এফেক্ট নিজের হাতে তৈরি করেছেন। মালদার সানি পার্কে বসে‌ই ২৩ বছরের ছেলে পুষ্পা ছবির এই কাজ করেছেন। নিম্নবিত্ত পরিবারের ছেলে সাগর মালদার গৌড় কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়ে ছিলেন। কিন্তু ছোট থেকেই অ্যানিমেশনের প্রতি একটি বিশাল ঝোঁক ছিল তার। বাহুবলী দুর্দান্ত VFX এর কাজ দেখে তিনি ঠিক করে নেন সিনেমায় বানাবেন। ইউটিউব বাবাইদা বলে এক সিনিয়র ও পরে মালদার এরিনা অ্যানিমেশন ইন্সটিটিউশন থেকে কাজ শিখেছিলেন তিনি।

আরও পড়ুন: উপন্যাস থেকে শুরু করে মনোবিজ্ঞানের বই লিখেছেন রোদ্দুর রায়!রোদ্দুর রায়ের কুৎসিত গালিগালাজ কি তার গবেষণার‌ই অঙ্গ?

প্রসঙ্গত উল্লেখ্য, পুষ্পা ছবির আগেও এরকম বিভিন্ন ছবির স্পেশাল ভিডিও এফেক্ট বানিয়ে ছিলেন তিনি। বাঙ্গারাজু, ঘানির মতো ছবির স্পেশাল ভিডিও এফেক্ট তিনি তৈরি করেছিলেন। এমনকি বলিউডের হিরোপান্তি ২, শর্মাজি নামকিন এর মত ছবিতেও তার হাতের কাজ হয়ে গিয়েছে। অত্যন্ত নিম্নবিত্ত একটি পরিবারের ছেলে হয়েও নিজের দক্ষতা কে আজ তিনি এমন জায়গায় নিয়ে গিয়েছেন, যে এখন তিনি হলিউড থেকেও ডাক পাচ্ছেন।

Related Articles

Back to top button