সিনেমা

কিং খানের অনুকরণ করলেন ভাইজান! শাহরুখের পর এবার লম্বা চুলের লুকে সালমানের নতুন ছবি

পাঠান ছবিতে শাহরুখ খানের লুক দেখে চমকে গিয়েছিলেন দর্শক! তার অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান লম্বা চুল আর এইট প্যাকের লুকে। তবে শুধু কিং খান নয় আমাদের ভাইজান‌ও যে তার অনুরাগীদের চমকে দিতে ওস্তাদ তার প্রমাণ এই বার পাওয়া গেল। পাঠানের শাহরুখের লুকের পর এইবার সালমান খান ও হাজির হবেন লম্বা চুলের লুকে!লম্বা চুল রেখে এবার সমস্ত অনুরাগীদের মনোযোগ কেড়ে নিলেন দাবাং হিরো। ভাইজানের প্রতিবছর ঈদে একটি করে ছবি মুক্তি পায় তবে এই বছর তার ব্যাতিক্রম। এই বছর অজয় দেবগনের ছবি মুক্তি পেয়েছে ভাইজানের বদলে, এই বছর ঈদের পার্টিও সালমান রাখেননি রেখেছে তার বোন। সবদিক থেকেই এবার সালমান অনুরাগীরা নিরাশ হয়েছিলেন‌। তাই ভক্তদের একটু চনমনে করে তুলতে এবার অন্যভাবে হাজির হলেন সালমান।

আরও পড়ুন: স্বামী পরকীয়ায় আসক্ত জেনে নিজেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন মুমতাজ! কী হয়েছিল সেই সম্পর্কের পরিণতি?

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র শুটিংয়ের ছবি পোস্ট করে খবরের হেডলাইন হয়ে গেলেন অভিনেতা। সেই ছবিতে দেখা গেলো তার লুক সম্পূর্ণ অন্যরকম। কালো জ্যাকেট পরে রয়েছেন সালমান, হাতে আছে একটি রড। জ্যাকেটের স্লিভের উপর থেকে তার সিলভার কালারের ব্রেসলেটটি দেখা যাচ্ছে। চোখে একটি কালো সানগ্লাস। সম্পূর্ণ মুখটি দেখা না গেলেও ছবিতে তার হেয়ারস্টাইল নজর কাড়ছে। হ্যাঁ সালমান শাহরুখের মতই লম্বা চুল রেখেছেন। যা লক্ষ্য করেছেন তারা অনুরাগীরা।

নিজের এই ছবি শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেছেন,“আমার নতুন ছবির জন্য শুটিং শুরু।” ফরহাদ সামজি পরিচালিত এই ছবি নিঃসন্দেহে সালমান ভক্তদের কাছে একটা বড় চমক হতে চলেছে, ছবির প্রথম লুকই তার বড় প্রমাণ। সালমান ছাড়া এই ছবিতে আয়ুষ শর্মা অভিনয় করবেন সালমানের ভাই এর ভূমিকায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পূজা হেজ ও ভেঙ্কটেশকেও দেখা যাবে। আশা করা যাচ্ছে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকেই এই ছবি নিয়ে ভক্তদের খুশি করতে আসছেন সালমান। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অন্তিম ছবিতে সালমানের সাথে আয়ুষ শর্মা কে দেখা গিয়েছিলো, এইবার ফের এক স্ক্রিনে দেখা যাবে দুজনকেই।

আরও পড়ুন: একমুখ দাড়ি গোঁফ নিয়ে শাড়ি গহনা পরা পুরুষ টেক্কা দিলেন সুন্দরী নারীদেরকেও! তুমুল ভাইরাল ছবি

এই ছবিতে কাজ করা প্রসঙ্গে আয়ুশ ভীষণ উচ্ছ্বসিত। তিনি বললেন “রোমান্টিক ছবির পর অ্যাকশন ছবিতে কাজ করার সুযোগ হয় আমার। এইবার একটি ফ্যামিলি ড্রামাতে অভিনয় করবো। এই ভাবেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পরিধি বিস্তার করতে চাই।”

Related Articles

Back to top button