সিনেমা

সোনার হৃদয় সলমনের! কঙ্গনার ধাকড় ছবির প্রশংসা করতেই নিন্দা ভুলে পাল্টা প্রশংসা করলেন কঙ্গনা!

বলিউডে তার অভিযোগ কম নয় বারংবার তিনি অভিযোগ করেছেন। কখনো বলেছেন বলিউড যোগ্য মানুষকে সম্মান দিতে জানে না, সেখানে প্রচন্ড পরিমানে গ্রুপবাজি, একে অন্যকে তোষামোদ এইসব চলে। আবার কখনো সরাসরি বলেছেন প্রশংসার যোগ্য ছবি করলেও বলিউডে কেউ তার ছবির প্রচার করেন না, কেউ তার প্রশংসা করেন না। তার ছবি দেখে যদিও বা দু-একজন তার প্রশংসা করেন তাও আড়ালে আবডালে লুকিয়ে ব্যক্তিগত মেসেজে প্রশংসা পাঠান, তিনি মনিকর্নিকা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

আরও পড়ুন: ‘ডিম আগে না মুরগি আগে’, অবশেষে ধাঁধাঁর সঠিক জবাব ফাঁস দাদাগিরিতে! বললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী

সম্প্রতি অভিনেত্রীকে সম্পূর্ণ নতুন একটি লুকে দেখা যাবে ধাকড় সিনেমায়। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ও মালয়ালম ভাষাতেও এই ছবি মুক্তি পাবে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির পরিচালনা করবেন রজনীশ রাজি ঘাই। কঙ্গনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। অর্জুন রামপাল কে এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে। এখানে কঙ্গনা একজন এজেন্টের ভূমিকায় কাজ করবেন, তার এই ছবি নিঃসন্দেহে বলিউডে একটি নতুন ঘরানা সৃষ্টি করবে। তবে তার এই ছবি নিয়েও প্রকাশ্যে প্রশংসা করতে অনেকের মধ্যে বাঁধে। সম্প্রতি অমিতাভ বচ্চন ধাকড় ছবির ট্রেলার শেয়ার করেও পরক্ষনেই মুছে দিয়ে ছিলেন! তবে এইবার প্রকাশ্যে কঙ্গনার ছবি শেয়ার করলেন দাবাং হিরো সালমান খান।

‘ধাকড়’ছবির ট্রেলার শেয়ার করে ভাইজান লেখেন, ‘ধাকড় টিমকে জানাই অনেক শুভেচ্ছা।’- সাথে এই পোস্টটি তিনি কঙ্গনাকে ট্যাগ‌ও করেন। সালমানের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে অভিনেত্রী লেখেন, “ধন্যবাদ আমার দাবাং হিরো, তোমার সোনার হৃদয়। আমি আর কখনো বলবো না যে এই ইন্ডাস্ট্রিতে আমি একা। সমগ্র ধাকড় টিমের তরফ থেকে জানাই ধন্যবাদ।”

আরও পড়ুন: ‘অপরাজিত বানানোই অপরাধ!’ সত্যজিতের নন্দনে ব্রাত্য সত্যজিতের জীবনী, ক্ষুব্ধ হয়ে বললেন ছবির প্রযোজক!

সলমন খানের বিরুদ্ধে বহুবার নানা রকম কথা বলেছেন কঙ্গনা। নেপোটিজম ইস্যুতে সলমনের বিষয়ে বলা থেকে শুরু করে নিজের রিয়েলিটি শো এর প্রচারেও সালমানের নাম নিয়ে আক্রমণ করতে ছাড়েননি, তবে সালমানের থেকে প্রশংসা পেতেই যাবতীয় রোষ ভুলে সালমানের নাম তুলে পাল্টা জয়জয়কার করলেন অভিনেত্রী। যদিও এইবার সালমানের বোন অর্পিতা খানের ঈদ পার্টিতে গিয়েছিলেন কঙ্গনা যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছিল। সালমানের পার্টি তে কঙ্গনার উপস্থিতি এতটাই অপ্রত্যাশিত ছিলো যে সকলেই চমকে গিয়েছিলেন। পরে এই পার্টি প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন,“ আমি সম্প্রতি একটি বলিউড পার্টিতে গিয়েছিলাম সেখানে যত জন মানুষ ছিল সবাই শুধু ছবির ট্রেলার নিয়ে কথা বলছিল আমি বলতে চাই যখন ট্রেলারটা দেখে আপনারা এতটাই মুগ্ধ তাহলে এত লুকোচুরি কেন?” তারপর সালমানের তরফ থেকে এই পোস্ট, ক্রমশ জল্পনা বাড়ছে তবে কি তিক্ততা মিটে বলিউডে নতুন সমীকরণ তৈরি হবে সালমান কঙ্গনার মধ্যে?

Related Articles

Back to top button