সিনেমা

যশ সরে দাঁড়াতেই চীনেবাদাম ছবিতে এনার পাশে এন্ট্রি নিলো স্যান্ডি সাহা! ছবিকে হাউসফুল করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন এনা!

সিনেমার প্রোমোশনের জন্য এখন তারকারা বিভিন্ন রকম রিয়েলিটি শোতে যান, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বিভিন্ন ইউটিউবারদের সাথে তারা বিভিন্ন রকম ভিডিও বানান, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হট সেনসেশন হয়ে ওঠা বিভিন্ন মানুষের সাথেও তারকারা ছবির প্রচারের খাতিরে ভিডিও করছেন। ঠিক যেমন অপরাজিত ছবির সময় বাদাম কাকুর সাথে দেখা গিয়েছিলো জিতু কমল এবং নবনীতাকে, আবার আয় খুকু আয় ছবির প্রোমোশনের জন্য প্রসেনজিৎ চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া রায় কখনো দাদাগীরির মঞ্চে যাচ্ছেন তো কখনো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসছেন। এইবার অভিনেত্রী প্রযোজক এনা সাহা এই একই পন্থা ব্যবহার করলেন।

আরও পড়ুন: ‘রূপঙ্করের নখের যোগ্য নয় যারা তারাই কটুক্তি করছেন রূপঙ্করকে’! মানতে কষ্ট হচ্ছে সুরকার জয় সরকারের!

সম্প্রতি মুক্তি পাচ্ছে এনা সাহার প্রযোজিত এবং অভিনীত ছবি ‘চীনেবাদাম’। এই ছবিতে এনার বিপরীতে কাজ করেছেন যশ। ছবিতে দেখা যাবে ছবির নায়ক একটি অ্যাপ বানানোর প্রয়াস করছেন, এই অ্যাপ বানানো এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যা নিয়েই এই গল্প। ইতিমধ্যেই ছবির ট্রেলার আউট হয়েছে এবং তা রীতিমতো জনপ্রিয় হয়ে গেছে সকলের মধ্যে। তবে ছবির নায়ক যশ দাশগুপ্ত ক্রিয়েটিভ ডিফারেন্স দেখিয়ে সিনেমার সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই বিষয়টি নিয়ে এনা সাহা এবং সিনেমার পরিচালক শিলাদিত্য মৌলিক ইতিমধ্যেই একটি সংবাদ সম্মেলন করেছেন।

যেখানে শিলাদিত্য মৌলিক স্পষ্টভাবে বলেছেন যে, সিনেমায় একজন শ্যাম বর্ণের ছেলে নাচ করা সেটা নিয়ে যশের আপত্তি ছিলো, আমি তার আপত্তি শুনিনি বলেই যশ এই কাজটা করলো। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে এনা সাহা রীতিমতো কাঁদতে শুরু করে দেন। সব নিয়ে সাধারন মানুষ যশ দাশগুপ্তের উপর তিতিবিরক্ত হয়ে গিয়েছেন। টলিউডের অন্য আর এক প্রযোজক রানা সরকার যশ দাশগুপ্তের এহেন আচরণের তীব্র প্রতিবাদ করে বলেছেন, যেই টাকা পাওয়া হয়ে গেল অমনি সিনেমা থেকে সরে দাড়ালো। এবার প্রোডিউসাররা মরুক গে। এমনকি যশ এর মধ্যে অভিনয় প্রতিভা নেই, তাদের দর্শক টানার ক্ষমতা নেই বলেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি এবং জানান পুরো বিষয়টাই তিনি এনার পাশে রয়েছেন।

আরও পড়ুন: TRP তে বেঙ্গল টপারের আসন হারালো গাঁটছড়া! ঋষি পিহুর কেমিস্ট্রিকেই এইবার পছন্দ করছেন দর্শক! অবিশ্বাস্য ফলাফল মন ফাগুনের

সব নিয়েই রীতিমতো চর্চায় আছে চীনেবাদাম। সম্প্রতি এই ছবির প্রমোশনের জন্য এগিয়ে আছে দেখা গেল ইউটিউবার স্যান্ডি সাহা কে। ভিডিওতে দেখা যাচ্ছে বাদাম ওয়ালি সেজে বাদাম বাদাম গান গাইতে গাইতে এনার সামনে এসেছেন স্যান্ডি এরপর গল্পটি নিজের মতো চলে এবং ভিডিওর শেষে জানা যায় যে পুরো গল্পটাই তৈরি হয়েছে চিনেবাদাম ছবির প্রমোশন করার জন্য। ভিডিওতে এনাও স্যান্ডি দর্শকদের কাছে অনুরোধ করে তারা যেন তাদের কাছে সিনেমা হলে গিয়ে চীনেবাদাম ছবিটি দেখে এবং ছবিটি কে সাফল্যমন্ডিত করে তোলে। সব নিয়ে এই ছবি রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠছে, যশ অর্থাৎ ছবির নায়ক সরে দাঁড়িয়েছে ছবি থেকে, এইবার স্যান্ডি এনার যুগল প্রোমোশন কি কাজে লাগবে চীনেবাদামের সাফল্যে? উত্তর বলবে সময়।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

Related Articles

Back to top button