সিনেমা

সাউথকে গোহারান হারাতে গোটা মুখে ব্যান্ডেজ বেঁধে নতুন ছবির টিসার লঞ্চ শাহরুখের! একের পর এক ধামাকাদার ছবি নিয়ে ফিরছেন বলিউড কিং

পুরো মুখটাই ব্যান্ডেজে ঢাকা রয়েছে তার, ব্যান্ডেজের ফাঁকফোকর দিয়ে দেখা যাচ্ছে একটি মাত্র চোখ। সেইখান দিয়েও আবার লাল রক্ত ঝরে পড়ছে,চোখে পড়ছে ক্ষত। সেই মুখ এক নজর দেখলে ভয় ধরতে বাধ্য। ব্যান্ডেজের মুখোশের মধ্যে থাকা সেই মুখটি কার তা যাতে বোঝা না যায় তার পুরো কসরত করেছেন হিরো। ৩০ সেকেন্ডের ঐ ভিডিও জুড়ে যেন শুধু ভয়ের শিহরন। গায়ে কাঁটা দেওয়া ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি যার গোটা মুখে ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজের ফাঁক দিয়ে যা চোখে পড়ছে, তাতেও রক্ত জমাট বাঁধা। অন্ধকার স্যাঁতসেতে ঘরে বাস করছেন ওই ব্যক্তি। গোটা ঘর জুড়ে সাজানো রয়েছে তার অস্ত্রশস্ত্রের সম্ভার!

আরও পড়ুন: কেউ ৩০ লাখ তো কেউ ১.৫ কোটি! কেকে সহো বলিউডের টপ সিঙ্গারদের স্টেজ শোয়ের পারিশ্রমিক শুনলে মাথা খারাপ হয়ে যাবে

কার মুখ? বলিউডের কিং শাহরুখ খানের মুখ এটা। দীর্ঘ প্রতীক্ষার পর শাহরুখ খানের নতুন ছবি আসতে চলছে খুব শীঘ্রই। সেই ছবিরই প্রথম ঝলক এটি। পরিচালক অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের এই প্রথম ছবির ঝলক সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শাহরুখের এই ছবির নাম জাওয়ান। অনেক কষ্ট করে দীর্ঘদিন ছবি শিকারিদের নজর থেকে তিনি তার লুক লুকিয়ে রেখেছিলেন, নতুন ছবির প্রোমো বেরোতেই আসল কারণটা জানা গেল।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

ছবির নতুন প্রোমতে ব্যান্ডেজের মধ্যে শাহরুখের পুরো মুখ দেখা না গেলেও ছবিটি যে আদ্যোপান্ত অ্যাকশনে মোড়া থাকবে তা বোঝা গেছে। শাহরুখ খান নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ছবি অ্যাকশন ভরপুর হবে। ছবির প্রোমো দেখার পর আনন্দে ভাসছেন শাহরুখ অনুরাগীরা। প্রোমোর প্রশংসা করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা এও জানিয়েছেন যে এত চোট পাওয়া সত্ত্বেও এত্ত হ্যান্ডসাম লুক শাহরুখ খান ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভবপর ছিল না, তাই তিনি কিং খান। ২০২৩ এ এই ছবি আসবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: হাবজি গাবজি নন্দনে ঠাঁই পেলো! ‘X=প্রেম’ নয়! কারসাজি তো আছেই বললেন পরিচালক সৃজিত!

উল্লেখ্য ২০২৩ এ শুধু জ‌ওয়ান নয়, শাহরুখের আরও দুটি ছবি মুক্তি পাবে। একটি পাঠান আরেকটি ডাঙ্কি। সবমিলিয়ে সামনের বছর টি যে শাহরুখময় হয়ে উঠবে একথা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য অ্যাটলির সাথে জুটি বেঁধে সড়কের ছবি করার খবর বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল কিন্তু এই ছবির শুটিং শুরু হওয়ার পর এই মাদক কাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ান খান এর নাম জড়ায় তাই সমস্ত ছবির শুটিং বন্ধ হয়ে যায় এরপর দীর্ঘ দিনের পর ছেলে জামিন পেয়েছেন বেকসুর খালাস পেয়েছেন ও নির্দোষ প্রমাণিত হয়েছেন- এরপরই নতুন করে শুটিং শুরু করেন শাহরুখ।

Related Articles

Back to top button